promotional_ad

ফিজিও চন্দ্রমোহনের ভুলেই সাকিবের এই হাল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাকিব আল হাসানের আঙ্গুলের ইনজুরি গুরুতর আকার ধারণ করেছে। এর পেছনে জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের ভুলই মূল কারণ। সাকিব জানুয়ারির মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন।


এরপর নিদাহাস ট্রফি দিয়ে দলে ফেরা সাকিব টানা ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত ফিটনেসের তোয়াক্কা না করে দেশের জন্য খেলে গেছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দেশে ফিরে দ্রুত আঙ্গুলের সার্জারি করাতে চেয়েছিলেন সাকিব। তবে বিসিবি সাকিবকে এশিয়া কাপ একাদশে দেখতে চেয়েছিল। কিন্তু এশিয়া কাপে ব্যথা নিয়েই খেলা চালিয়ে সাকিবের আঙ্গুলের ইনজুরি আরও গুরুতর অবস্থা ধারণ করে।


টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্বে দল ছেড়ে দেশে ফিরতে হয় তাঁকে। কথা ছিল দ্রুত সার্জারি করতে দেশের বাইরে যাবেন তিনি। কিন্তু দেশে ফেরার এক দিনের মাথায় দ্রুত ডাক্তারের ছুরির নিতে যেতে হয় সাকিবকে। জাতীয় দলের শ্রীলঙ্কান ফিজিও থিহান চন্দ্রমোহনের ভুলের নাকি সাকিবের আজকের এই হাল! নাম প্রকাশে অনিচ্ছুক সাকিব পরিবারের সদস্য ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন,



promotional_ad

'বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান সবসময় সাকিবকে ফিজিওর সাথে কথা বলেছিল, ফিজিও খেলার উপযোগী ঘোষণা দ???য়েছিল। এখন দেখা যাচ্ছে দলের ফিজিও সাকিবের ইনজুরির অবস্থা ঠিক মত বুঝতে পারেননি। সে যখন ইনজুরি থেকে ফিরছিল, তখন ফিজিও সাকিবের হাতের ব্যথার মূল কারণ বুঝতে পারেননি। তাঁর আঙ্গুলে যে পুঁজ জমছে সেটা বুঝতেই পারেননি তিনি।'


সাকিব আল হাসান জানুয়ারি মাসে ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারেননি এই ইনজুরির কারণে। নিদাহাস ট্রফির শেষের দিকে দলের প্রয়োজন ও বিসিবির চাওয়ার সম্পূর্ণ সুস্থ না হয়েই খেলেছিলেন নিদাহাস ট্রফিতে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও শতভাগ ফিটনেস অর্জন না করেই খেলেছিলেন।


সিরিজের শেষের দিকে আঙ্গুলের ব্যথা বৃদ্ধি পেলেও ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছিলেন তিনি। রান করেছেন, উইকেট নিয়েছেন, দলকে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিততে সাহায্য করেছিলেন।


কিন্তু সাকিব পরিবারের দাবি, দেশের সেরা ক্রিকেটারের দেখভালের দায়িত্ব ঠিকমত করতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের ফিজিও। থিহান, বাংলাদেশ দলের এই ফিজিওর এমন ভুল নতুন নয়।



এর আগেও ক্রিকেটারদের ইনজুরি অবস্থা ধরতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ওপেনার তামিম ইকবালের ইনজুরি নিয়েও তালগোল পাকিয়েছিলেন থিহান।তরুন ক্রিকেটাররাও কোন ইনজুরি সমস্যা নিয়ে থিয়ানের কাছে গেলে সন্তুষ্টি নিয়ে ফিরতে পারে না।


৩৭ বছর বয়সী এই ফিজিও ২০১৭ সাল থেকে বাংলাদেশ দলের সাথে আছেন। তিনি এর আগে কাউন্টি দল হ্যাম্পশায়ার, বিগ ব্যাশের দল ভিক্টোরিয়া স্টার্স ও ভিক্টোরিয়া বুশরেঞ্জার্সে ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball