অর্থের পেছনে না ছুটে খেলায় মন দিন- সুজন

ছবি: খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের অনেকেই মানসিক দিক থেকে শক্ত কিংবা পরিপক্ক নয়। অন্তত একজন পেশাদার ক্রিকেটার হিসেবে যেরূপ চিন্তাভাবনা করা প্রয়োজন তেমনটি খুব একটা দেখা যায় না তাদের মধ্যে।
বলা যায় অনেকটা অর্থের কারণেই ক্রিকেট খেলাটিকে বেঁছে নিয়েছেন বিশেষ কিছু ক্রিকেটার। এই মানসিকতার বিরূপ প্রভাব খেলার মাঠেও দেখা যায় অনেকখানি। সাব্বির রহমান, নাসির হোসেনদের পারফর্মেন্সই এর চাক্ষুষ প্রমাণ।
মাঠে তাদের পারফর্মেন্স দেখে যেন মনে হয় শুধু খেলার জন্যই খেলে থাকেন তারা। ক্রিকেটের প্রতি যে আবেগ এবং ভালোবাসা তাদের থাকা দরকার সেটিও যেন অনুপস্থিত তাদের মধ্যে। এমনকি দেশের কথাও ভাবার ফুরসৎ নেই এই ক্রিকেটারদের। তানাহলে একের পর এক বিতর্কিত ঘটনায় জড়িয়ে সংবাদের শিরোনামে আসতেন না তারা।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার কাম অধিনায়ক এবং বর্তমান বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও বিশ্বাস করছেন মূলত বাড়ি, গাড়ি কিংবা জমি কিনতে হবে এমন একটি মানসিকতা তৈরি হয়েছে ক্রিকেটারদের মধ্যে বিধায় খেলায় মন থাকছে না তাদের। একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সুজন বলেছেন,
'যেটা সমস্যা সেটি হলো সবাই ফিজিক্যালি ফিট, কিন্তু কোন ছেলে মানসিক দিক থেকে ফিট না। তাদের মাথায় আসলে অনেক কিছু থাকে। তাদের মাথায় জমি কিনতে হবে, ফ্ল্যাট কিনতে হবে, বাড়ি কিনতে হবে।'
তবে অর্থ, যশ, খ্যাতি, জমি এসকলই ভালো খেললে এমনিতেই পাবেন ক্রিকেটাররা বলে বিশ্বাস করেন সুজন। এর জন্য নিজের পারফর্মেন্স জলাঞ্জলি দেয়া এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাটা কোনও কাজের কথা নয় উল্লেখ করে সাবেক এই অধিনায়ক বলেন, 'এগুলো তো সময়ই করে দিবে আপনি কেন জমির পেছনে দৌড়াবেন, টাকা কোথায় খাটাবেন এসব চিন্তা করলে হবে না, আপনি ভাল খেলেন সবই হবে।'