স্ট্যানলেকের জাদুতে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের

ছবি:

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাকিস্তানকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। হারারেতে এদিনে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি পাকিস্তান।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে টস জয়ী অস্ট্রেলিয়া দলের বোলার বিলি স্ট্যানলেক। তার ভয়ঙ্কর পেসের সামনে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তানি টপঅর্ডার।
মাত্র ২৪ রানের মধ্যেই পাকিস্তানের শীর্ষ চার জন ব্যাটসম্যানকে ড্রেসিং রুমের পথ দেখান তিনি। এরপরে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা দৃঢ়তা দেখানোর চেষ্টা করলেও স্কোর বোর্ডে রান তুলতে ব্যর্থ হয় তারা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন শাদাব খান (২৯)। এছাড়া আসাদ আলি ২২ রান এবং ফাহিম আশরাফ ২১ রান করেন। শেষপর্যন্ত ইনিংস শেষ হওয়ার এক বল আগে ১১৬ রানে থামে পাকিস্তানের ইনিংস।
ম্যাচসেরা স্ট্যানলেক চারটি উইকেট লাভ করেন মাত্র ৮ রান খরচায়। এন্ড্রু তাই নিয়েছেন তিনটি উইকেট। অল্প রানের জবাবে ব্যাট করতে নেমে হাসান আলির বলে মাত্র ১৫ রানেই ড্রেসিং রুমে ফিরেন অজি ওপেনার ডারসি শর্ট।
এরপরে আর কোনও অঘটন ঘটতে দেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৩৩ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৬৮* রানের ইনিংস খেলেন তিনি। ট্রাভিস হেড তাকে সঙ্গ দেন ২০* রান করে। ম্যাচ জিততে অস্ট্রেলিয়া খেলেছে মাত্র ১০.৫ ওভার।