রেকর্ড গড়েও হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ

ছবি:

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আগেই ০-২ ব্যবধানে জিতে গিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেটাররা। তাই সিরিজের তৃতীয় ম্যাচে আইরিশদের হোয়াইটওয়াশ করার জন্যই মাঠে নেমেছিল তারা।
এই উপলক্ষে স্কোরবোর্ডে ভালো রান জমা করেছিল বাংলাদেশ। ফারজানা হকের দুর্দান্ত ইনিংসে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল নির্ধারিত ২০ ওভারে করেছে চার উইকেটে ১৫১ রান, যা বাংলাদেশের জন্য দলীয় সর্বোচ্চ।
কিন্তু এমন রান করেও শেষমেশ ছয় উইকেটে হারতে হল বাংলাদেশকে। গ্যাবি লুইসের ৩১ বলে ৫০ এবং অধিনায়ক লরা ডিলানির ৩৮ বলে ৪৬ রানের ইনিংসেই ম্যাচের শেষ বলে এসে পরাজয় মেনে নিতে হয়েছে বাংলাদেশকে।
শেষদিকে ইসোবেল জয়েস খেলেছেন ১৪ বলে অপরাজিত ২২ রানের একটি ম্যাচ বাঁচানো ইনিংস। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন পান্না ঘোষ এবং নাহিদা আক্তার।

এর আগে ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত শুরু করেছেন দুই বাংলাদেশী ওপেনার শামিমা সুলতানা এবং আয়েশা রহমান। পাওয়ার প্লে'র দারুণ ব্যবহার করেছেন এই দুই ওপেনার।
শামিমা আউট হ???েছেন ২৭ বলে পাঁচটি চারের সাহায্যে ৩০ রান করে। তবে পাওয়ার প্লে যাওয়ার সময় আউট হয়ে যান শামিমা। এরপরে রানের চাকা কিছুটা শিথিল হয় বাঘিনীদের।
২৬ বলে ২৭ রান করে ফিরে গিয়েছেন আরেক ওপেনার আয়েশা রহমানও। তার ইনিংসে ছিল তিনটি চারের মার। তবে রানের চাকা সচল রেখেছিলেন ফারজানা হক।
তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিতে পারেননি চারে নামা নিগার সুলতানা (৮*)। তবে শুরুতে দেখেশুনে খেলতে থাকলেও পরে হাত খুলেন ফারজানা। তুলে নেন ফিফটিও।
শেষপর্যন্ত ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৭ বলে ৬৬ রানের একটি ইনিংস খেলে অপরাজিত থাকেন ফারজানা। এছাড়া শেষদিকে নামা সাঞ্জিদা ইসলাম করেছেন ৬ বলে ৯ রান।
বাংলাদেশ মহিলা ক্রিকেট একাদশঃ- রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, জাহানারা আলম।
আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলঃ- লরা ডিলানি (অধিনায়ক), কিম গার্থ, ম্যারি ওয়াল্ড্রন, সিসিলা জয়েস, ইসবেল জয়েস, শনা কাভানাগ, গুয়াবি লুইস, কিয়ারা মেটকাফে, এইমিয়ার রিচার্ডসন, ক্ল্যারে শিলিংটন, অ্যামি কেনেলি।