promotional_ad

জাহানারার রেকর্ডের দিনে বাঘিনীদের আইরিশ বধ

promotional_ad

ডাবলিনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যদিও বাঘিনীদের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছিল আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।
সালমা-রুমানাদের ১৩৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল তারা। কিন্তু নিগার সুলতানা জ্যোতির ৩৮ বলে ছয়টি চারের সাহায্যে করা ৪৬ রানের সুবাদে শেষ ওভারে জয় পেয়েছে বাংলাদেশ।


ফাহিমা খাতুন অপরাজিত ছিলেন ১৮ বলে ২৬* (তিনটি চার) রান করে। এছাড়া শুরুর দিকে ২৩ বলে চারটি চারে ২৪ রান করে ফিরে গিয়েছেন ওপেনার আয়শা রহমান শুকতারা। 


আরেক ওপেনার শামিমা সুলতানা (৪) ফিরে যান ইনিংসের শুরুতেই। তিনে নামা ফারজানা হকও ফিরে গেছেন ১৩ রানে। ৬৮ রানেই তিন উইকেট পরা বাঘিনীদের পথ দেখান নিগার সুলতানাই।



promotional_ad

এছাড়া এদিনে দারুণ বোলিং করেছেন জাহানারা আলম। ২৮ রান খরচায় আইরিশ মেয়েদের পাঁচটি উইকেট তুলে নিয়েছেন তিনি (গড়েছেন রেকর্ডও...)। শুরু থেকেই দাপট চালিয়েছেন তিনি। দলীয় ১৫ রানের মধ্যেই আয়ারল্যান্ডের দুই ওপেনারকে বিদায় করেছেন। 


যদিও এরপরে আস্তে আস্তে হাল ধরতে থাকে আইরিশ মেয়েরা। গেবি লুইস করেন ১৬ বলে ২৮ রান। অধিনায়ক লরা ডিলানি করেছেন ২২ রান। কিম গার্থের ব্যাট থেকে আসে ২০ রান।


এদিনে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আসে ইসোবেল জয়েসের ব্যাট থেকে। ৪১ বল খেলে চারটি চারের সাহায্যে ৪১ রান করে জাহানারার বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। শেষদিকে জাহানারার দাপটেই স্কোরবোর্ডে অনেক বেশি রান তুলতে পারেনি আইরিশরা।



শেষপর্যন্ত আট উইকেটে ১৩৪ রানে থামে তাদের ইনিংস। সম্প্রতি এশিয়া কাপ জয়ী বাঘিনীদের হয়ে বাকী দুইটি উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন ও খাদিজা তুল কুবরা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে গেল নারী ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball