রেকর্ড বুকের শীর্ষে জাহানারা

ছবি:

ডাবলিনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সালমা-রুমানাদের ১৩৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে তারা।
এদিনে দারুণ বোলিং করেছেন জাহানারা আলম। ২৮ রান খরচায় আইরিশ মেয়েদের পাঁচটি উইকেট তুলে নিয়েছেন তিনি। শুরু থেকেই দাপট চালিয়েছেন তিনি।
দলীয় ১৫ রানের মধ্যেই আয়ারল্যান্ডের দুই ওপেনারকে বিদায় করেছেন। প্রথম দুই ওভারেই নিয়েছেন দুই উইকেট। এরপরে নিজের তৃতীয় ওভারে নিয়েছেন আরও দুইটি উইকেট।

এরপর নিজের শেষ ওভারে ইসোবেল জয়েসকে বোল্ড করে পঞ্চম উইকেট পূর্ণ করেন তিনি। জানিয়ে রাখা ভালো, এদিনে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আসে ইসোবেল জয়েসের ব্যাট থেকে।
৪১ বল খেলে চারটি চারের সাহায্যে ৪১ রান করে জাহানারার বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। এদিকে টি-টুয়েন্টিতে বাংলাদেশের মেয়েদের চার উইকেট ছিল আগে কেবল একজনেরই।
২০১২ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানে চার উইকেট নিয়েছিলেন সালমা খাতুন। সেই রেকর্ড ভাঙলেন দেশসেরা এই প্রমীলা পেসার। শুধু টি-টুয়েন্টি নয়, সকল ধরণের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের প্রথম ৫ উইকেটও নিয়েছেন তিনি।