জাহানারার দাপুটে বোলিংয়ের পরেও বড় সংগ্রহ আয়ারল্যান্ডের

ছবি:

ডাবলিনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সালমা-রুমানাদের ১৩৫ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে তারা।
এদিনে দারুণ বোলিং করেছেন জাহানারা আলম। ২৮ রান খরচায় আইরিশ মেয়েদের পাঁচটি উইকেট তুলে নিয়েছেন তিনি। শুরু থেকেই দাপট চালিয়েছেন তিনি। দলীয় ১৫ রানের মধ্যেই আয়ারল্যান্ডের দুই ওপেনারকে বিদায় করেছেন।
যদিও এরপরে আস্তে আস্তে হাল ধরতে থাকে আইরিশ মেয়েরা। গেবি লুইস করেন ১৬ বলে ২৮ রান। অধিনায়ক লরা ডিলানি করেছেন ২২ রান। কিম গার্থের ব্যাট থেকে আসে ২০ রান।

এদিনে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান আসে ইসোবেল জয়েসের ব্যাট থেকে। ৪১ বল খেলে চারটি চারের সাহায্যে ৪১ রান করে জাহানারার বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। শেষদিকে জাহানারার দাপটেই স্কোরবোর্ডে অনেক বেশি রান তুলতে পারেনি আইরিশরা।
শেষপর্যন্ত আট উইকেটে ১৩৪ রানে থামে তাদের ইনিংস। সম্প্রতি এশিয়া কাপ জয়ী বাঘিনীদের হয়ে বাকী দুইটি উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন ও খাদিজা তুল কুবরা।
ইতিমধ্যেই ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল। এই রিপোর্ট লিখার সময়ে এক ওভারে চার রান করে উইকেটশুন্য অবস্থায় আছে তারা।