বড় জয় পেল ভারত

promotional_ad

ডাবলিনে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এদিনে রোহিত শর্মার সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের কাছেই উড়ে গিয়েছে স্বাগতিকরা।


ওপেন করতে নামা রোহিত এদিনে করেন ৬১ বল খেলে ৯৭ রান। ইনিংসে ছিল আঁটটি চার ও পাঁচটি বিশাল ছক্কা। এছাড়া শিখর ধাওয়ান করেন ৪৫ বল খেলে ৭৪ রান।


এই ইনিংসে ছিল সমান পাঁচটি ছয় ও চারের মার। মূলত এই দুজনের ইনিংসেই ছিটকে পড়েছে আয়ারল্যান্ড। ভারতের ওপেনিং জুটি ভেঙ্গেছে ১৬০ রানের সময়। শিখর ধাওয়ান ফিরে গেলেও হাত খুলে খেলতে থাকেন রোহিত।


promotional_ad

এরপরে বলার মতো রান করার সুযোগ মেলেনি দলের অন্য ব্যাটসম্যানদের। রায়না করেন ছয় বলে ১০ রান। ধোনি করেন পাঁচ বলে ১১ রান। শেষমেশ পাঁচ উইকেটে ২০৮ রানে থামে ভারতীয়দের ইনিংসে।


আয়ারল্যান্ডের হয়ে পাঁচটি উইকেটের চারটিই নিয়েছেন পিটার চেজ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। কেবল একপাশে থিতু হয়ে ছিলেন জেমস শ্যানন।


৩৫ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৬০ রান করে ফিরে গিয়েছেন তিনিও। এরপরে আর ঘুরে দাঁড়ায়নি কোন আইরিশ ব্যাটসম্যান। শেষমেশ ২০ ওভারে নয় উইকেটে ১৩২ রান করে থামে তারা। এদিনে কুলদিপ যাদব চারটি ও যুবেন্দ্র চাহাল নিয়েছেন তিনটি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball