বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন ডাওরিচও

ছবি:

পুরো সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাওরিচ। আর লঙ্কানদের বিপক্ষে সিরিজ সেরা নির্বাচিত হওয়া এই ব্যাটসম্যান বাংলাদেশকেও দিলেন আগাম হুমকি।
উল্লেখ্য, শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করা ওয়েস্ট ইন্ডিজ সামনের সপ্তাহে মুখোমুখি হবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে, আর সেই সিরিজেই ভালো করতে মুখিয়ে আছেন ডাওরিচ।

লঙ্কানদের বিপক্ষে সিরিজ সেরার পুরস্কার হাতে জানান, 'পুরো সিরিজে আমি ভালো পারফর্ম করেছি। আজ জিততে পারলে দারুণ হতো। কিন্তু লঙ্কান বোলারদের কৃতিত্ব দিতেই হবে। এই পারফর্মেন্স আমাকে অনেক আত্মবিশ্বাস এনে দিবে পরের সিরিজে।'
বিশেষ করে দলের বোলিং ইউনিট নিয়ে আত্মবিশ্বাসী তিনি, 'আমার মনে হয় আমরা ভালোই লড়াই করতে পারবো, আমাদের বোলাররাও দারুণ কিছু করবে, তারা শক্তভাবে ঘুরে দাঁড়াবে। তবে এই ম্যাচে লঙ্কান বোলাররাই আমাদের ছিটকে দিয়েছে।'
তবে এই সিরিজের শেষ টেস্টে হালকা ইনজুরিতে পরেছেন তিনি। আশা করছেন দ্রুতই সেরে উঠবেন বাংলাদেশের সাথে সিরিজের আগে। 'আমার হালকা ইনজুরি আছে। তবে সামনের সিরিজের আগেই আমি ঘুরে দাঁড়াবো বলে মনে করি।'