হাথুরুসিংহেদের উদাসীনতায় নারাজ রানাতুঙ্গা

ছবি:

বল টেম্পারিং করার কারণে এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। আর এই ঘটনায় দারুণ চটেছেন লঙ্কানদের বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
মূলত লঙ্কান বোর্ডের প্রতি আস্থা হারিয়েছেন তিনি। লঙ্কান ডাগআউটে অভিভাবকের অভাব আছে বলেও মনে করছেন ১৯৯৬ সালে লঙ্কান দলের বিশ্বকাপ জয়ের নায়ক। লঙ্কান মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান,
'ক্রিকেট বোর্ডে এমন কেউ নেই যারা দলকে উপদেশ দিবে। তারা যদি জানতো যে চান্দিমাল ভুল কিছু করছে, তাহলে তাদের অবশ্যই চান্দিমালকে বাঁধা দেয়ার দরকার ছিল।'

উল্লেখ্য, সেন্ট লুসিয়া টেস্টে চান্দিমালের বল টেম্পারিং কান্ড টিভি ক্যামেরায় ধরা পড়েছিলো। ক্যামেরায় দেখা গিয়েছিলো মুখ থেকে কিছু একটা বের করে বলে ঘষছেন তিনি। এরপরেই তাঁকে অভিযুক্ত করা হয়।
কিন্তু পরবর্তীতে চান্দিমাল এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে দাবি করে আসছিলেন বল টেম্পারিং করেননি লঙ্কান অধিনায়ক। অবশ্য পরে ঠিকই নিজেদের দোষ স্বীকার করে নিতে বাধ্য হন তারা।
আর একারণেই লঙ্কান কোচ ও বোর্ড কর্মকর্তাদের প্রতি আস্থা হারাচ্ছেন রানাতুঙ্গা। তার মতে, বোর্ডের কেউ যদি এই ঘটনা জানতো, তাহলে তারা অধিনায়ককে বাঁধা দিলো না কেন?
উল্লেখ্য, কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বল টেম্পারিং কান্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। অপরদিকে এই ঘটনার মূল হোতা ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিলো ৬ মাসের জন্য।