বাটলারের পথ প্রদর্শক ধোনি

ছবি:

দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজের পঞ্চম ওয়ানডেতে অজিদের একাই হারিয়ে দেন ইংলিশ উইকেটরক্ষক জশ বাটলার। আর সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করে দারুণ স্বস্তি পাচ্ছেন তিনি। তবে নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের গোপন রহস্য জানিয়েছেন ম্যাচ শেষেই,
'আমি চাপে থাকার সময় ভাবছিলাম আমার জায়গায় ধোনি থাকলে কি করতো। চেষ্টা করেছি শান্ত থেকে শেষ পর্যন্ত ব্যাট করতে। আমরা জানতাম, ৫০ ওভার ব্যাট করলে আমরা জিতব, তাই জুটি গড়ার চেষ্টায় ছিলাম।'
এছাড়া আরেকটি সংবাদ সম্মেলনে বাটলারের ভূয়সী প্রশংসা করেছেন ইংলিশ কোচ ট্রেভর বেইলিস। সকল ফরম্যাটে বাটলারের দুর্দান্ত পারফর্মেন্সের প্রশংসা করে তিনি জানান,
'জশ বাটলার দুর্দান্ত খেলছে। আমি আসলেই বর্ণনা করতে পারবোনা যে সে কতোটা দারুণ খেলছে। লাল বল, সাদা বল, এমনকি টি-টুয়েন্টি-- সবকিছুতেই দুর্দান্ত খেলছে বাটলার।

'সে সত্যিকার অর্থেই দুর্দান্ত। কেননা সে কোনোদিন হারতে চায়না। আমি অনেকের সঙ্গেই কাজ করেছি। এদের মধ্যে বাটলার অবশ্যই আলাদা। সে রবিবার যেমন চাপে খেলেছে, সে তার থেকেও চাপে খেলতে পারে। তবে সেটা অবশ্যই তার নিজস্ব স্টাইলে।'
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন এই ইংলিশ তারকা। আইপিএলের সবশেষ আসরে শেষ ছয় ইনিংসে ৬৭,৫১, ৮২, ৯৫*, ৯৪* ও ৩৯ রানের ইনিংস খেলেছেন।
এরপর পাকিস্তানের বিপক্ষে সাদা পোষাকের ক্রিকেটে ১৪, ৬৭, ও অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেছেন বাটলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ব্যাট হাতে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়।
প্রথম ম্যাচে মাত্র ৯ রান করে আউট হয়েছিলেন তিনি। এর পরের ইনিংসেই অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন এই তারকা। তৃতীয় ম্যাচে ১১ রানের পর, চতুর্থ ম্যাচে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
আর সিরিজের শেষ ম্যাচে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে এক কথায় একাই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সব মিলিয়ে গত ১৪ ইনিংসে ১০ টিতেই তিনি অর্ধশতক ছাড়িয়েছেন। ১০৮ গড়ে করেছেন ৮৬৪ রান। এক কথায় অবিশ্বাস্য ফর্মে আছেন এই ইংলিশ তারকা।