মালিকের অবসর ভাবনা

ছবি:

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার চিন্তাভাবনা করছেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার এখনই অবসর নিচ্ছেন না, তবে সামনের বিশ্বকাপের পরই অবসর নেওয়ার চিন্তাভাবনা করছেন তিনি।
'৫০ ওভারের ক্রিকেটে ২০১৯ সালের বিশ্বকাপ আমার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। এরপরে আর ওয়ানডে খেলব না। তবে আমি যদি ফিট থাকি আর পারফর্মেন্স ভালো করতে পারি তাহলে টি-টুয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবো এরপরে।'
১৯৯৯ সালে অভিষিক্ত হওয়া মালিক পাকিস্তানের ক্রিকেটকে অনেক কিছুই দিয়েছেন। দলটির হয়ে ২০০৯ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছেন তিনি।

তবে ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি তার। টেস্ট থেকে ২০১৫ সালেই অবসর নেওয়া মালিক মনে করছেন আগামী বিশ্বকাপে ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে পাকিস্তান দলের। লাহোরে সাংবাদিকদের সামনে তিনি আরও জানান,
'আপনি যদি আপনার লক্ষ্য ঠিক করতে পারেন তবে সেটার জন্য প্রস্তুত হতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবেনা। আমরা এরই মাঝে দুইটি বড় শিরোপা জিতেছি।
'টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। আমার ক্যারিয়ারে এখন শুধু বিশ্বকাপ জেতাটাই বাকী আছে। এখন আমি বিশ্বকাপ অর্জনের প্রস্তুতি নিচ্ছি। দলের তরুণ তারকাদের সামর্থ্যের প্রতি আমার বিশ্বাস আছে।'