সেরা উইকেটরক্ষক খুঁজে পেলেন অজি অধিনায়ক

ছবি:

সিরিজের পঞ্চম ওয়ানডেতে স্কোরবোর্ডে ২০৫ রানের পুঁজি নিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল অস্ট্রেলিয়া। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলারের ১১০ রানের অপরাজিত ইনিংসে এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
ঘরের মাঠে অজিদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশও করেছে তারা। আর বাটলারের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ হওয়ার পরে অজি অধিনায়ক টিম পেইনের উপলদ্ধি, এই মুহুর্তে বিশ্বসেরা ব্যাটসম্যান বাটলার। বাটলারের সাথে তুলনা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
তার ভাষায়, 'সে (বাটলার) দারুণ, সে অনেক বেশি দারুণ। এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে বাটলারই সেরা। আমার মনে হয়না এই মুহূর্তে তাকে চ্যালেঞ্জ করার মতো অনেক বেশি ক্রিকেটার আছে।

'অবশ্য মহেন্দ্র সিং ধোনির কথা বলতে হয়। ধোনিও বেশ ভালো। তবে এই মুহূর্তে ফর্মের চূড়ায় আছে বাটলার।'
উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন এই ইংলিশ তারকা। আইপিএলের সবশেষ আসরে শেষ ছয় ইনিংসে ৬৭,৫১, ৮২, ৯৫*, ৯৪* ও ৩৯ রানের ইনিংস খেলেছেন।
এরপর পাকিস্তানের বিপক্ষে সাদা পোষাকের ক্রিকেটে ১৪, ৬৭, ও অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেছেন বাটলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে ব্যাট হাতে নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য উচ্চতায়।
প্রথম ম্যাচে মাত্র ৯ রান করে আউট হয়েছিলেন তিনি। এর পরের ইনিংসেই অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন এই তারকা। তৃতীয় ম্যাচে ১১ রানের পর, চতুর্থ ম্যাচে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
আর সিরিজের শেষ ম্যাচে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে এক কথায় একাই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সব মিলিয়ে গত ১৪ ইনিংসে ১০ টিতেই তিনি অর্ধশতক ছাড়িয়েছেন। ১০৮ গড়ে করেছেন ৮৬৪ রান। এক কথায় অবিশ্বাস্য ফর্মে আছেন এই ইংলিশ তারকা।