এমন বোলিং লাইনআপ আগে দেখেননি শচিন

ছবি:

নিজের ২৪ বছরের ক্যারিয়ারে ভারতীয় দলের এতো ভালো বোলিং লাইনআপ কখনোই দেখেননি বলে মনে করছেন ভারতীয় কিংবদন্তী শচিন টেনডুল্কার। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট বোলিং লাইনআপ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
এবারের ভারতের টেস্ট দলে বোলার হিসেবে আছেন ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, জাসপ্রিত বুমরাহ এবং উমেশ যাদব। এছাড়া দলে আছেন পেস বোলিং অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়াও।
এদের সবাইকে নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের এই ক্রিকেট গ্রেট জানান, 'গত কয়েক বছরের মধ্যে এটাই ভারতের সবচেয়ে সেরা বোলিং লাইন আপ। আমি মনে করি, এই বোলাররা দারুণ করবে।

'আমাদের মূল্যবান সুইং বোলার আছে, লম্বা বোলারও আছে দলে, দ্রুত বল করতে পারে এমন বোলার আছে। যখন আপনার দলে এতো রকমের বোলার থাকবে তখন সেটাকে সুন্দর কম্বিনেশন বলতেই হবে।'
তিন মাসের লম্বা এই ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজের পাশাপাশি পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। এই সফরে ভারতীয় বোলারদের কাছ থেকে ব্যাটিংয়েও অবদান চান তিনি।
'ভারতীয় দলে দলে এখন কিছু পেসার আছে, যারা ব্যাট হাতেও দলকে সাহায্য করতে পারে। ভুবনেশ্বর এবং হার্ডিক দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ রান করতে পারে। হার্ডিক মাত্রই সুযোগ পেল, তবে দলের জন্য ভুবনেশ্বরের ব্যাটিংও দরকার আছে।'