নাইটক্লাবে যাওয়ার মাশুল দিলেন লঙ্কান ক্রিকেটার

ছবি:

নানান বিতর্কে আছে শ্রীলংকা ক্রিকেট দল। বল টেম্পারিং কেলেল্কারিতে ইতিমধ্যেই এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন দিনেশ চান্দিমাল। তার বদলে অধিনায়ক করা হয়েছে সুরাঙ্গা লাকমালকে।
এছাড়াও আরেকটি বিতর্ক আছে। আর তা হচ্ছে লঙ্কান লেগ স্পিনার জেফ্রি ভ্যানডারসেকে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
গুরুতর অভিযোগ পাওয়া গিয়েছে ভ্যানডারসের নামে। আর তা হচ্ছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। আর এর মাশুল দিতে পারেন ২৮ বছর বয়সী লঙ্কান এই লেগ স্পিনার।

উইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টের শেষদিনে নাকি দলের আরও তিন ক্রিকেটারকে নিয়ে নাইটক্লাবে ঘুরতে যান ভ্যানডারসে। পরে ঐ তিন ক্রিকেটার হোটেলে সময়মত ফিরলেও ভ্যানডারসে আর ফেরেন নি।
সারারাত নাইট ক্লাবেই কাটিয়ে দিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ শ্রীলঙ্কান গণমাধ্যমগুলোর। এতে ঘটনার সত্যতা খুঁজে পেয়েছে বোর্ডও। তাৎক্ষনিকভাবে ভ্যানডারসেকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
ভ্যানডারসের বিরুদ্ধে নাকি এবারই প্রথমবার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসেনি। এর আগেও এসেছে। এজন্যই বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে লঙ্কান ম্যানেজমেন্ট। এদিকে এই ঘটনায় ভ্যানডারসের সঙ্গে জড়িত থাকা বাকী তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেনি লঙ্কান ক্রিকেট বোর্ড।