হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো অস্ট্রেলিয়া?

ছবি:

সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। রবিবার বাংলাদেশ সময় বিকেল চারটায় ইংল্যান্ডের ম্যানচেস্টারের মুখোমুখি হবে এই দুটি দল।
ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আছে ইংলিশরা। কেননা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মতো দলকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছে তাদের সামনে। দলের স্পিনার আদিল রাশিদ জানান,
'যে কোনো দলকে হোয়াইটওয়াশ করতে পারাটা আনন্দের। কৃতজ্ঞের দাবীদার অবশ্যই কোচ এবং খেলোয়াড়রা। এটা হবে কয়েক বছরের পরিশ্রমের ফসল। তবে আমরা এই ম্যাচটিকে আরেকটি ম্যাচ হিসেবেই দেখছি।'
এদিকে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলেও সেটা মিডিয়ায় প্রকাশ করতে নারাজ অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার। তার মতে, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই সুসময় ফিরবে অস্ট্রেলিয়া ক্রিকেট প্রাঙ্গণে।

'আমার মনে হয়না যে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য আমরা অনেক চাপে আছি। কেননা আমরা জানি, এখন আমরা যেভাবে খেলছি। তার থেকেও ভালো খেলার সামর্থ্য আছে আমাদের।'
এদিকে এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। তার বদলে দলে ঢুকতে পারেন আরেক পেসার জ্যাক বল। এছাড়া ইংলিশ বা অজি শিবিরে পরিবর্তনের আভাস পাওয়া যায়নি।
সম্ভাব্য একাদশঃ-
ইংল্যান্ডঃ- জেসন রয়, জনি বেয়ারস্টো, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়োইন মরগান (অধিনায়ক), জশ বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ডেভিড উইলি, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, মার্ক উড / জ্যাক বল।
অস্ট্রেলিয়াঃ- অ্যারন ফিঞ্চ, ট্র্যাভিস হেড, শন মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, ঝাই রিচার্ডসন, ন্যাথান লায়ন, বিলি স্ট্যানলেক।