প্রতিভার সন্ধানে ইংলিশ কোচ

ছবি:

দলের জন্য নতুন ক্রিকেটার খুঁজে পেতে জাতীয় দল থেকে বিরতি নিচ্ছেন ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস। আর এজন্য ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলের দায়িত্বে থাকতে পারছেন না তিনি।
তার বদলে দায়িত্ব নিচ্ছেন ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলের দায়িত্ব থাকছেন বেইলিসের সহকারী পল ফারব্রেস। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই দলে ফিরবেন বেইলিস। এক বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়,
'সহকারী কোচ পল ফারব্রেস ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ড দলের দায়িত্ব থাকছেন। হেড কোচ ট্রেভর বেইলিস আপাতত বিরতি নিচ্ছেন। কিন্তু তিনি দলের প্রয়োজনেই বাইরে থাকছেন।

'ভারত ও দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সকে তিনি পর্যবেক্ষণে রাখবেন। এছাড়া বেশ কিছু কাউন্টি দলের খেলায় চোখ রাখবেন তিনি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই তিনি দলে ফিরবেন।'
উল্লেখ্য, ২৭ই জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। এরপরে জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা।
এসব সিরিজে দলের দায়িত্বে থাকছেন না বেইলিস। তবে ভারতের সাথে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।