টি-টুয়েন্টি স্কোয়াডে নেই বাবর আজম

ছবি:

জুলাই মাসের শুরুতেই জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। পহেলা জুলাই থেকে ৮ই জুলাই চলা এই সিরিজে তৃতীয় পক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া।
এরপরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ই জুলাই থেকে ২২ই জুলাই পর্যন্ত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আর এই দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচক কমিটি।

দুই দলেই জায়গা করে নিয়েছেন সম্প্রতি বোলিং অ্যাকশানে সবুজ পত্র পাওয়া পাক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে ইনজুরি এখনো পুরোপুরি না সেরে ওঠায় টি-টুয়েন্টি দলে জায়গা হয়নি বাবর আজমের।
পাকিস্তান টি-টুয়েন্টি স্কোয়াডঃ- ফাখার জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, হুসেইন তালাত, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, উসমান খান শেনওয়ারি, শাহিন শাহ আফ্রিদি, সাহেবজাদা ফারহান।
পাকিস্তান ওয়ানডে স্কোয়াডঃ- ফাখার জামান, ইমাম উল হক, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, বাবর আজম, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ নেওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, উসমান খান শেনওয়ারি, জুনায়েদ খান, ইয়াসির শাহ, হারিস সোহেল।