ডোপ কেলেঙ্কারিতে পাকিস্তানী তারকা

ছবি:

আইসিসির ডোপ টেস্টে ধরা পড়লেন পাকিস্তানের এক তারকা ক্রিকেটার। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টুইটার অ্যাকাউন্ট থেকেই জানা গেছে এমন খবর।
তবে ঠিক কোন ক্রিকেটার ডোপ টেস্টে পজিটিভ সেটা জানায়নি আইসিসি। কেননা তাদের নিয়ম হচ্ছে, ডোপ টেস্টের ফলাফল সংশ্লিষ্ট দেশের ডোপিংবিরোধী সংস্থা যতক্ষণ পর্যন্ত অনুমোদন না করে, ততক্ষন পর্যন্ত খেলোয়াড়টির নাম প্রকাশ করা যাবে না।
আর তাই পিসিবি নিজেদের টুইটে ঐ ক্রিকেটারের নাম জানায়নি। কিছুদিন আগে পাকিস্তানের ঘরোয়া একটি ওয়ানডে টুর্নামেন্ট থেকে ডোপ টেস্টের জন্য নমুনা নিয়েছিলো আইসিসি।

ধারণা করা হচ্ছে, সেই সময় পাকিস্তানী ওপেনার আহমেদ শেহজাদের নমুনা নিয়েছিলো সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর পরে সেই শেহজাদই এই টেস্টে পজিটিভ বলে সংবাদ প্রকাশ করছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।
ডোপিংয়ের মাত্রার ভিত্তিতে দোষী ক্রিকেটারকে শাস্তি দেওয়ার বিধান রয়েছে আইসিসিতে যা দুই বছরের নিষেধাজ্ঞা পর্যন্ত হতে পারে। পাকিস্তানের হয়ে সর্বশেষ রাজা হাসান ডোপ টেস্টে ধরা পড়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
এদিকে ধরা পড়া ক্রিকেটারের নমুনায় ঠিক ছিল সেটা এখনো স্পষ্ট নয়। তা হতে পারে পারফরম্যান্স-বর্ধক কোনো ওষুধ বা নেশাজাতীয় কিছু। অনেক সময় ক্রিকেটাররা কোনও ঔষধ সেবন করলে সেটা থেকে মনের অজান্তেই ডোপ নমুনা চলে আসে শরীরে।