নিষেধাজ্ঞার শাস্তি সহজেই মেনে নিচ্ছেন না চান্দিমাল

ছবি:

সেন্ট লুসিয়া টেস্টে বল টেম্পারিং করায় শাস্তি দেওয়া হয়েছে লঙ্কান দলের অধিনায়ক দিনেশ চান্দিমালকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নিষিদ্ধ করা হয়েছে তাকে।
আইসিসির বিবৃতি অনুযায়ী, চান্দিমাল নীতিমালার ২.২.৯ ধারা অনুযায়ী বল টেম্পারিংয়ের সাথে যুক্ত। এজন্য শাস্তি দেওয়া হয়েছে তাকে। গত রবিবার চান্দিমালকে দোষী ঘোষণা করলেও সেদিনই তাকে শাস্তি দেয়নি আইসিসি।

তার একদিন পরেই এক টেস্টের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। চান্দিমালকে ম্যাচের ভিডিও দেখে দোষী প্রমাণ করেছে আইসিসি। ভিডিওতে দেখা যায়, পকেট থেকে চকলেট জাতীয় কিছু বের করে মুখে নেওয়ার আগে বলে লাগায় চান্দিমাল।
আর তা দেখেই চান্দিমালকে এমন শাস্তি দিয়েছিলেন জাভাগাল শ্রীনাথ। তবে আইসিসির দেওয়া শাস্তি মেনে নিতে নারাজ চান্দিমাল। জানা গেছে, এরই মাঝে শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন তিনি।
চান্দিমালের দাবী, সজ্ঞানে তিনি এমন কিছুই করেননি যেটা ক্রিকেটের স্পিরিটের সঙ্গে বেমানান। বৃহস্পতিবার আপিল করেছেন তিনি। ধারণা করা হচ্ছে শুক্রবারের মধ্যেই চান্দিমালকে কোনও জবাব দিবে আইসিসি।