টেইলর-রাজাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা জিম্বাবুয়ের

ছবি:

জুলাই মাসের প্রথম সপ্তাহেই অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও তাদের বেতন সমস্যার সমাধান এখনো হয়নি।
তবে ধারণা করা হচ্ছে শেষপর্যন্ত এই সিরিজে অংশ নেবে জিম্বাবুয়ে ক্রিকেটাররা। এদিকে দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ লালচাঁদ রাজপুতও। তিনি যোগ দেওয়ার পরে পরখ করেও দেখা হয়েছে ক্রিকেটারদের।

জিম্বাবুয়ের দুটি দল এবং কেনিয়ার মধ্যকার তিন দলের প্রস্তুতিমূলক টি-টুয়েন্টি সিরিজেই অনেক ক্রিকেটারকে পরখ করে দেখেন কোচ রাজপুত। আর তাদের মধ্যে থেকে সেরা ২২ জনকে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য নির্বাচিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
যদিও সামনের সপ্তাহে এই ২২ জন থেকে কমিয়ে স্কোয়াড ১৫ জনে নিয়ে আসা হবে। এদিকে এই স্কোয়াডে জায়গা মেলেনি ব্রেন্ডন টেইলরের। আর ত্রিদেশীয় সিরিজ চলাকালে কানাডায় ফ্রেঞ্চাইজি লীগে খেলবেন সিকান্দার রাজা, তাই ডাক পাননি তিনিও।
জিম্বাবুয়ে স্কোয়াডঃ- চেপাস ঝুয়াও, চামুনওরা চিবাবা, হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, তারিসাই মুসাকান্দা, তিনাশি কামুনহুকামওয়ে, এলটন চিগম্বুরা, মালকম ওয়ালার, ব্রায়ান চেরি, পিটার মুর, ডোনাল্ড তিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চিসরো, ব্লেসিং মুজারাবানি, রায়ান মুরে, কাইল জার্ভিস, ক্রিস এমপফু, প্রিন্স মাসভরে, জন নিম্বু, রায়ান বার্ল, ব্রেন্ডন মাভুতা, রুগারে মাগারিরা।