লর্ডসে অধিনায়কত্ব করবেন মাহেলা জয়াবর্ধনে

ছবি:

সামনের মাসেই লর্ডসে অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ। এই সিরিজে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে ঐতিহ্যবাহী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
আর এই দলের অধিনায়কত্ব দেওয়া হচ্ছে সাবেক লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেকে। এক বিবৃতিতে মেরিলিবোন ক্রিকেট ক্লাব এমনটা ঘোষণা করেছে।

যদিও এখনো নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি ঐতিহ্যবাহী এই সংস্থাটি। তবে এই দলে দেখা যেতে পারে স্কটল্যান্ডের তিন ক্রিকেটারের। এরা হচ্ছেন ডিলান বাজ, আলাসদায়ার ইভান্স এবং মার্ক ওয়াট।
এই তিনজন ক্রিকেটারই গেল কয়েকদিন আগে ইংল্যান্ড ওয়ানডে ম্যাচে হারানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এবার হয়তো সেই সুবাদেই এই স্কোয়াডে ডাক মিলতে পারে তাদের।
জুলাই মাসের ২৯ তারিখে শুরু হবে এই সিরিজ। সামনের সপ্তাহে মেরিলিবোন ক্রিকেট ক্লাব নিজেদের স্কোয়াড ঘোষণা করবে বলে জানা গিয়েছে। তবে এই স্কোয়াডে কারা জায়গা করে নেবেন সেই ব্যাপারে আর কোনো তথ্য পাওয়া যায়নি।