উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে মুস্তাফিজরা

ছবি:

মুম্বাইয়ের ওয়ানখেডে স্টেডিয়ামে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে গত দুই বছর ফিক্সিং কেলেঙ্কারির কারণে আইপিএলে না খেলা দল চেন্নাই সুপার কিংসকে।
এপ্রিলের সাত তারিখে হবে আসরের উদ্বোধনী ম্যাচটি। বুধবার দিন (১৪ই ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে আইপিএলের সূচি। তবে এই সূচিতে নিয়মের কোনো ব্যাঘাত দেখা যায়নি। যেদিন দুটি ম্যাচ থাকবে সেদিন বিকেল চারটা ত্রিশ মিনিটে (বাংলাদেশ সময়) শুরু হবে প্রথম খেলাটি এবং দ্বিতীয় খেলাটি শুরু হবে রাত ৮.৩০ মিনিটে (বাংলাদেশ সময়)।

আসরের শুরুর ম্যাচটির মতো লীগ পর্বের শেষ ম্যাচেও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। তবে রাতের দিকে ম্যাচের সংখ্যা বেশি, ৪৪ টি। আর বিকেলে ম্যাচ হবে ১২ টির মতো (গ্রুপ পর্বে)। এছাড়াও এলিমিনেটর, কোয়ালিফায়ার ১ এবং কোয়ালিফায়ার-২ এবং এরপরে ফাইনাল ম্যাচ-- অর্থাৎ বরাবরের মতো নিয়মই রাখা হয়েছে।
উল্লেখ্য, আটটি দল নিয়েই শুরু হচ্ছে এবারের আইপিএল। ফিক্সিংয়ের কারণে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আসরে ফিরছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়ালস। আর তাই বাদ যাচ্ছে গুজরাট লায়ন্স এবং রাইজিং পুনে সুপারজায়ান্ট।