promotional_ad

টি টোয়েন্টিতে আর কখনোই ফিরবেন না মাশরাফি!

promotional_ad

টি টোয়েন্টিতে যে আর ফিরছেন না মাশরাফি বিন মর্তুজা এটি আরো একবার নিজেই জানান দিলেন নড়াইল এক্সপ্রেস। সম্প্রতি এক সাক্ষাৎকারে টি টোয়েন্টিতে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে আবারো তিনি সাফ জানিয়ে দিয়েছেন এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক নন তিনি।


মাশরাফি জানিয়েছেন এই বিষয়ে কথা বলতেও আর চান না তিনি। তাঁর ভাষ্যমতে, 'না এটা নিয়ে আমি কথা বলতে চাই না।’


গত শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন সময়ে আচমকা সকলকে হতবাক করে দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে বসেন সকলের প্রাণপ্রিয় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।


আর এরপরেই মাশরাফিকে ফেরানোর জন্য উঠেপড়ে লাগেন ভক্ত সমর্থকেরা। কিন্তু নড়াইল এক্সপ্রেস যথারীতি নিজের সিদ্ধান্তে অনড়। কিছুতেই তিনি অবসর ভেঙ্গে ফিরবেন না। 



promotional_ad

চলতি বিপিএল আসরে এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে এসেছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি। বল হাতে তো বটেই, ব্যাট হাতেও সমানভাবে দলকে জয়ের ভিত গড়ে দিচ্ছেন নড়াইল এক্সপ্রেস।  কিন্তু এরপরেও এই ফরম্যাটে না ফেরার ব্যাপারে অনড় অবস্থানেই থাকছেন ম্যাশ।   


তবে টি টোয়েন্টিতে ফেরার ব্যাপারে সেভাবে কিছু বলতে না চাইলেও মাশরাফি কথা বলেছেন নতুন কোচের বিষয়ে। টাইগার দলপতি জানিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহের উত্তরসূরি হিসেবে যিনি দলের দায়িত্ব নিবেন তাঁর সঙ্গে দ্রুতই মানিয়ে নেয়ার চেষ্টা করবেন তাঁরা।


মাশরাফি বলছিলেন, 'দেখুন আমি আগেও বলেছি আমি যতদিন খেলেছি আমি দেখিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে কোচ ঠিক করা হয়েছে। বিসিবি যে কোচই আনবে আমরা তার সঙ্গে মানিয়ে খেলার চেষ্টা করব। আমাদের দিক থেকে এইটুকুই থাকা উচিত।'


চলমান বিপিএলে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ অবস্থানে আছে মাশরাফির দল রংপুর রাইডার্স। শনিবার টেবিলের শীর্ষে থাকা তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে নামবে রংপুর। এই ম্যাচে জয় পেলেই শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলতে পারবে মাশরাফির দল। মাশরাফি বললেন,



'আসলে আমারা টুর্??ামেন্ট এত শুরুতে কিছু ম্যাচ হেরেছি। চাপ বেশি হয়ে গেছে। কিন্তু তারপরও আমরা কাভার করতে পেরেছি। এখন আমাদের টপ তিনটা টিমের সঙ্গে খেলা আছে। আমরা একটা জিতলে হয়তো সেমি-ফাইনাল এ যেতে পারব। তো কাজটা কঠিন। কিন্তু আমরা শেষ কিছু ম্যাচ জিতেছি। খুব কঠিনভাবে জিততে হয়েছে। তবুও আশা করি একটা ম্যাচ জিততে পারলে সেকেন্ড রাউন্ডে যেতে পারব।'


বাংলাদেশের উইকেটে রান পাওয়াটা যে যথেষ্ট কঠিন সেটি কয়েকদিন আগেও জানিয়েছিলেন মাশরাফি। আরো একবার সেই কথাটি স্বীকার করলেন তিনি। এদেশের উইকেটে যেকোনো তারকা ব্যাটসম্যানের জন্যই কঠিনতম বলে মনে করেন তিনি। ম্যাশের ভাষ্যমতে,  


'আসলে ক্রিকেটে তারকার বিষয়টা থাকে না। আসলে আমাদের টিমে যারা আছে তাদের রান করাটা কঠিন। বাংলাদেশি উইকেটে রান করা কঠিন ওদের জন্য। গেইল, ম্যাককুলাম হয়তো উইকেটে থাকলে রান করতে পারেন। তাদের বড় শটস খেলার দক্ষতা আছে। এই উইকেটটা অনেক কঠিন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball