আইপিএলে বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পতিদার

ছবি: আইপিএলে বেঙ্গালুরুর নতুন অধিনায়ক রজত পতিদার, ফাইল ফটো

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ দু প্লেসি। যদিও সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারকে এবারের নিলামের আগে ছেড়ে দেয় বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। এমনকি নিলামেও তার প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
রজতকে ভালোবাসুন, সে অসাধারণ প্রতিভা: কোহলি
১৮ মার্চ ২৫
এরপর মিডিয়ায় জোর গুঞ্জন ছিল বিরাট কোহলি আবারও আরসিবির নেতৃত্ব দেবেন! কোহলি নিজেও বলেছিলেন আগামী তিন বছরের মধ্যে অন্তত একবার আইপিএল শিরোপা ছুঁয়ে দেখবেন তিনি। যদিও অধিনায়ক হিসেবে আর শিরোপা ছোঁয়া হচ্ছে না তার।
২০২১ সালে ফ্র্যাঞ্চাইজিতে যোগদানের পর থেকে রজত ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনটি মৌসুম খেলেছেন। দলটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে আত্মপ্রকাশও করেছেন তিনি। ২৮ ম্যাচে ১৫৮.৮৫ স্ট্রাইক রেটে ৭৯৯ রান আসে তার ব্যাটে।

নভেম্বরে মেগা নিলামের আগে বেঙ্গালুরু যে তিনজন খেলোয়াড়কে ধরে রাখে, তার মধ্যে ৩১ বছর বয়সী রজতও ছিলেন একজন। আইপিএলে এটি তার প্রথম অধিনায়কত্বের অভিজ্ঞতা হলেও, তিনি ২০২৪-২৫ মৌসুমে ২০ ওভারের সৈয়দ মুশতাক আলী ট্রফি এবং ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতে তার রাজ্য দল মধ্যপ্রদেশের অধিনায়কত্ব করেন।
চিপকের জিততে পারা সব সময়ই বিশেষ অনুভূতির: রজত
২৯ মার্চ ২৫
ঘরোয়া ক্রিকেটে দুই দলেই প্রথমবারের মতো পূর্ণকালীন অধিনায়ক ছিলেন তিনি। এর মধ্যে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৯ ইনিংসে ৬১.১৪ গড়ে এবং ১৮৬.০৮ স্ট্রাইক রেট নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। আর বিজয় হাজারে ট্রফিতে রজত ৫৬.৫০ গড়ে এবং ১০৭.১০ স্ট্রাইক রেট নিয়ে ২২৬ রান করেছিলেন।
আরসিবি এখনও আইপিএল শিরোপা জিতেনি। যদিও তারা তিনবার ফাইনালে উঠেছে। যার মধ্যে শেষটি ছিল ২০১৬ সালে। দলটি গত পাঁচটি মৌসুমের মধ্যে চারটিতেই প্লে-অফে উঠেছে। ২০২৪ সালেও উঠেছে। এরপর এলিমিনেটরে বাদ পড়ে তারা।