promotional_ad

মেডিক্যাল টেস্টের মধ্য দিয়ে শুরু বাংলাদেশ দলের ক্যাম্প

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এপ্রিলে ২ টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

৪ মার্চ ২৫
জিম্বাবুয়ে ক্রিকেট দল, আইসিসি

সোমবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের এশিয়া কাপের বিশেষ ক্যাম্প। এই ক্যাম্পে ডাক পেয়েছেন ৩২ জন ক্রিকেটার। যদিও প্রথম দিন উপস্থিত ছিলেন ২০ জন। প্রথম দিন প্রত্যেকেই শারীরিক অবস্থার পরীক্ষা দিয়েছেন।


বেশ কয়েকজন ক্রিকেটার চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের সঙ্গে অনুশীলনে ব্যস্ত ছিলেন। এ কারণে ক্যাম্পে যোগ দিতে পারেননি। এ ছাড়া অনেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত। সাকিব আল হাসান গ্লোবাল টি-টোয়েন্টি শেষে লঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দিয়েছেন। তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামও এলপিএলে খেলছেন। লিটন দাস ও আফিফ হোসেন এখনও গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলছেন।


জিম আফ্রো টি-টেন খেলে আসা তাসকিন আহমেদ মুশফিকুর রহিম কয়েকদিনের বিশ্রামের পর দলে যোগ দেবেন।  ক্যাম্প নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস। তিনি জানিয়েছেন চুক্তিবদ্ধ সকল ক্রিকেটার ও জাতীয় দলের আশেপাশে থাকা সবাইকে ডাকা হয়েছে এই ক্যাম্পে।


promotional_ad

তিনি বলেন, ‘এখন আসলে ৫ জন ক্রিকেটার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বাইরে আছে—সাকিব, লিটন, আফিফ, শরিফুল, হৃদয়। তাদের আসলে নির্দিষ্ট তারিখ আছে, যখন এনওসি ইস্যু করা হয়েছে। সেই দিনের পরেই তারা ক্যাম্পে যোগ দেবে। কোনো দল যদি ফাইনালে না ওঠে, তখন হয়তো আগেই খেলা শেষ হয়ে গেল। সে ক্ষেত্রে এর পরের দিনই তারা ক্যাম্পে আসবে।’


নাফিস আরও যোগ করেন, ‘আমাদের চুক্তির সমস্ত ক্রিকেটার এবং সম্প্রতি যারা আমাদের জাতীয় দলের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছে, তাদের সবাইকে আসতে বলা হয়েছে। আজকে মূলত মেডিক্যাল টেস্ট হবে—রক্ত আর চোখের পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্ট আজকে করা হচ্ছে। আগামীকাল এবং পরশু দল করে ফিজিও স্ক্রিনিং, যেমন হাড় আর পেশির কী অবস্থা, এসব করা হবে।’


আগামী ৩ আগস্ট ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। এর আগেই ৩২ দলের দল ছোটো করে নামিয়ে আনা হবে ২০-২২ সদস্যের দলে। এরপর কদিনের অনুশীলনের পর এশিয়া কাপের মূল দল ঘোষণা করা হবে। 


ক্যাম্প শুরু হলেও এখানে নেই জাতীয় দলের বেশিরভাগ কোচিং স্টাফ। আপাতত বিসিবির ফিজিও, চিকিৎসকরা ক্রিকেটারদের দেখাশোনা করছেন। কয়েকদিনের মধ্যেই বোলিং ও ব্যাটিং কোচরা ক্যাম্পে যোগ দেবেন বলে জানালেন নাফিস।


তিনি বলেন, ‘আপাতত ফিজিও, বিসিবির চিকিৎসক ও জাতীয় দলের ফিজিওরা দায়িত্ব নিচ্ছেন। যখন ফিটনেস টেস্ট হবে, তখন ফিটনেস ট্রেনার দায়িত্ব নেবেন। যখন বোলিং ওয়ার্কলোড হবে, তখন বোলিং কোচ দায়িত্ব নেবেন। ব্যাটিং হলে ব্যাটিং কোচ দায়িত্ব নেবেন। সবারই দায়িত্ব ভাগ করা আছে, সেই অনুযায়ী পালন করবে। এটা আসলে নিয়মিত প্রক্রিয়া। এবার যেহেতু এশিয়া কাপের আগে ভালো সময় পাওয়া গেছে, তাই করা হচ্ছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball