৪০ বিলিয়ন রুপি ক্ষতির মুখে বিসিসিআই

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর মাঠে না গড়ালে ৪০ বিলিয়ন রুপি ক্ষতি হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)। বাংলাদেশী মুদ্রায় যা সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে সকল ধরণের ক্রিকেট ম্যাচ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএলও। আর এতে বিপুল আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছে বিসিসিআই। কবে নাগাদ টুর্নামেন্টটি মাঠে গড়াবে সেটি নিয়ে চিন্তায় রয়েছে তারা।

আইপিএলের ক্ষতি প্রসঙ্গে অরুন ধুমাল বলেছেন, ‘আইপিএল যদি মাঠে না গড়ায় তবে বিসিসিআই বড় একটা ক্ষতির আশঙ্কা করছে। এই ক্ষতির পরিমাণ ৪০ বিলিয়ন রুপি। আমরা জানি না এ বছর কবে শুরু করতে পারবো।’
চলতি বছরের আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় ১৫ এপ্রিল পর্যন্ত সেটি পিছিয়ে দেয়া হয়। পরবর্তীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব না কমায় টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
আইপিএল অনুষ্ঠিত না হলে মিডিয়া সত্ত্বের অর্থও পাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। স্টার স্পোর্টসের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে ২২০ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল বিসিসিআইয়ের। চলতি বছর টিভি সত্ত্ব থেকে ৪০০ মিলিয়ন ডলার আয় করার লক্ষ্য ছিল তাদের। কিন্তু সেই আশা গুঁড়ে বালি হওয়ার পথে।