promotional_ad

গেইলকে উপযুক্ত জবাব দিলেন সারওয়ান

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই দিন আগে রামনারেশ সারওয়ানকে কটূক্তি করে আলোচনায় আসেন ক্রিস গেইল। এক ভিডিও বার্তায় সাবেক সতীর্থকে করোনাভাইরাসের চেয়েও খারাপ হিসেবে আখ্যা দেন ক্যারিবিয়ান এই ব্যাটিং ঝড়। এবার গেইলকে উপযুক্ত জবাব দিয়েছেন সারওয়ানও। গেইল মিথ্যে অপবাদ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। 


২০১৯ সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াসের সঙ্গে তিন বছরের চুক্তি হয় ক্রিস গেইলের। কিন্তু এক বছরের মাথায় গেইলকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এতে বেশ হতাশ হন তিনি। এর জন্য তালাওয়াসের সহকারী কোচ রামনারেশ সারওয়ানকে দায়ী করেন গেইল। 



promotional_ad

সারওয়ানের কারণেই আগেভাগে দল ছাড়তে হয়েছে বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গেের জের ধরেই সারওয়ানের উপর ক্ষিপ্ত হন গেইল। একের পর বাক্যবাণে তাঁকে বিদ্ধ করেন তিনি। গেইলের এই মন্তব্যের পর এক বিশদ বিবৃতিতে সারওয়ান নিজের উপর আনীত অভিযোগ অস্বীকার করেন।  


সারওয়ান লিখেছেন, ‘আমি সুনির্দিষ্ঠভাবে জানাতে চাই, জ্যামাইকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। ২০২০ সালের সিপিএলের জন্য গেইলের রাখা-না রাখার ব্যাপারে আমার কোন মন্তব্যই ছিল না। নিজের ভিডিওতে গেইল অনেকগুলো মানুষের ওপর মিথ্যা অপবাদ দিয়েছে। বেশিরভাগ জায়গায়ই আমি ছিলাম সেসবের কেন্দ্রে। গেইল অপবাদ দিয়েছে, এজন্য আমি এগুলো বলছি না। বরং জনসাধারণকে এ বিষয়ে পরিষ্কার ধারণা দেয়ার জন্যই মূলত আমি উত্তর দিলাম। আমার মতো আরও অনেকের ব্যাপারেই ভুল কথা বলা হয়েছে। সেসব পরিষ্কার করতেই আমার এই উত্তর।’


গেইলের দেয়া এই অপবাদ বড় ধাক্কা হয়েই এসেছে সারওয়ানের জন্য। দীর্ঘদিনের সতীর্থের এমন আচরণ প্রত্যাশা করেননি তিনি। সারওয়ানের ভাষ্যমতে, ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর আগে থেকেই গেইলের সঙ্গে খেলছি। আমি সবসময়ই বলে এসেছি, সে অসামান্য প্রতিভা। এর চেয়ে বড় কথা আমরা ভালো বন্ধুও। গেইলের দেয়া এসব অপবাদ আমার কাছে বড় ধাক্কা হয়েই এসেছে।’



একই সঙ্গে পুরো ঘটনার বিশদ বর্ণনা দিয়েছেন সারওয়ান। সিপিএলে নিজের দলের একাদশ সাজানোর ব্যাপারেও গেইলের সঙ্গে আলোচনা করতেন বলে জানান তিনি। সারওয়ান লিখেছেন, ‘২০১৯ সালের সিপিএলে আমি হেড কোচ নিযুক্ত করা হয়েছিল। এমনকি একাদশ সাজানো নিয়ে গেইলের কাছে গিয়ে অনেক কিছু আলোচনাও করেছি। আমি তার প্রতি শ্রদ্ধা থেকেই করেছি এসব। গেইল আমাকে জানিয়েছিল ডনোভান মিলারকে কোচ বানানো হলে আরও ভাল হবে। আমি দলের সিইওকে গেইলের পরামর্শের কথা জানাই। আমি সবসময় দলের কথাই ভেবেছি। কিন্তু গেইল বললো আমি কি না হেড কোচ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball