ভারতীয়দের 'মানকড়' আউট দেখিয়ে সতর্ক করলেন অশ্বিন

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের প্রকোপের কারণে বেশিরভাগ দেশেই জনগণকে বাইরে বের হওয়ার জন্য মানা করা হচ্ছে। চলছে লকডাউন। ভারতেও চলছে এমন নিষেধাজ্ঞা। এবার সেখানকার মানুষকে 'মানকড়' আউট দেখিয়ে সতর্ক করছেন দেশটির স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।
আইপিএলের গত আসরে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসের খেলায় জস বাটলারকে মানকড় আউট করে বেশ সমালোচিত হয়েছিলেন অশ্বিন।
অশ্বিনের বোলিংয়ের সময় দাগের ভেতর না থাকায় মানকড়ের শিকার হয়ে বাটলার অবশ্য সঙ্গে সঙ্গেই ফিরে যান। তবে অশ্বিনকে পড়তে হয় তোপের মুখে।

এই ঘটনার পর পুরো ক্রিকেট বিশ্বে অশ্বিনের খেলোয়াড়সুলভ মনোভাব নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এবার মানকড়ের ছবি দেখিয়ে নিজের টুইটারে ছবি প্রকা??? করেন অশ্বিন।
ভারতীয়রা ঘরে না থেকে বাইরে বের হলে পরিণাম কতোটা ভয়াবহ হতে পারে সেটারই একটি রূপক চিত্র দেখিয়ে দেন তিনি।
শিরোনামে তিনি লিখেন, 'হাহাহাহা। কেউ একজন আমাকে ছবিটি পাঠিয়ে বলেছে এর নাকি ঠিক এক বছর হয়েছে। এই মুহূর্তে লকডাউন চলছে। ভারতের নাগরিকদের আমি এই ছবি দেখিয়ে সতর্ক করতে চাই। বাইরে বের হবেন না, ঘরে থাকুন। নিরাপদ থাকুন।'
মানকড়ের ঘটনা সমালোচিত হলেও টুইটারে প্রশংসিত হয়েছে অশ্বিনের মানকড় ও করোনাভাইরাস সংক্রান্ত এই পোস্ট।
এদিকে নিজের টুইটার আইডির নামও পরিবর্তন করেছেন অশ্বিন। টুইটারে তাঁর নাম এখন, 'লেটস স্টে ইনডোরস ইন্ডিয়া'। যার বাংলা করলে দাঁড়ায়, ভারতবাসিরা ঘরে থাকো।
টুইটারে প্রশংসা পেয়েছে অশ্বিনের এই নাম পরিবর্তনের ঘটনাও। মরণব্যাধি করোনাভাইরাস ইতোমধ্যেই ডালপালা মেলেছে। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা এনিয়ে অনেক উদ্যোগ নিলেও অশ্বিন করেছেন সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী মেজাজে!