ক্ষতিপূরণ পাচ্ছে না কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের সংক্রামণের কারণে বুধবার (২৫ মার্চ) থেকে ২১ দিনের জন্য লকডাউন করা হয়েছে পুরো ভারত। এই ভাইরাসের সংক্রামণের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আইপিএলের ভাগ্য নির্ধারণ করতে মঙ্গলবার টেলিকনফারেন্সে আলোচনায় বসেছিল ফ্র্যাঞ্চাইজি দলগুলো। আপাতত এ টুর্নামেন্ট মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

আইপিএল বাতিল হলে কোনো ক্ষতিপূরণ পাবে না দলগুলো। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলের বিধিতে দৈব-দুর্ঘটনায় বাতিল হওয়া নিয়ে নাকি কোনো ধারা নেই।
তাই ক্ষতিপূরণ না পাওয়ার শঙ্কায়ই পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ প্রসঙ্গে একটি ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি কোনো ক্ষতিপূরণ পাবে না। (বাতিল হলে) টাকা কোথাও যাবে না। তাই ক্ষতিপূরণের প্রশ্ন ওঠার সুযোগ নেই।’
এবার আইপিএল হওয়ার আশা ছেড়েই দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ প্রসঙ্গে একটি দলের প্রতিনিধি বলেন, ‘বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে, আইপিএল এ বছর নাও হতে পারে। এমন হওয়ার শঙ্কাই বেশি।’
আইপিএল বাতিল হলে ২০০০ কোটি রুপিরও বেশি রাজস্ব হারাবে বিসিসিআই। ১০০ কোটি রুপি করে হারাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল। এমন পরিস্থিতির কথা মাথায় রেখেও বিসিসিআই আপাতত আইপিএল নিয়ে ভাবছে না।
বিসিসিআইয়ের এক বড় কর্মকর্তা বলেছেন, ‘ভবিষ্যৎ নিশ্চিত না। জানি না ভ্রমণে বাধ্যবাধকতা বা ভিসা নিষেধাজ্ঞা কবে উঠবে। কেউ জানে না সবকিছু কবে ঠিক হবে। ততক্ষণ পর্যন্ত এসব অর্থহীন (আইপিএল নিয়ে পরিকল্পনা)।’