promotional_ad

আইপিএল খেলা শঙ্কার মুখে কামিন্সের

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের কারণে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নাও খেলা হতে পারে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের। কামিন্সের পাশাপাশি অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটারদেরও আইপিএলে যোগ দেয়া নিয়ে সংশয় রয়েছে।  


এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে জানা গেছে ক্রিকেটারদের আইপিএলে খেলার অনাপত্তি পত্র না দেয়ার সিদ্ধান্ত নিচ্ছে তারা। তেমনটি হলে বড় ধরণের ক্ষতি হবে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের।



promotional_ad

আইপিএলের নিলাম থেকে ১৫.৫০ কোটি রুপিতে কামিন্সকে দলে ভিড়িয়েছিল কেকেআর। ফলে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখান এই ডানহাতি পেসার। আর গোটা টুর্নামেন্টে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৫ সালে যুবরাজ সিংকে ১৬ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। 


আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের খেলা নিয়ে বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস বলেছেন, 'আমরা পরামর্শ দিতে পারি। আমরা এই ব্যাপারে উদ্বিগ্ন যে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে আইপিএলে চুক্তি করেছে এবং সময় দ্রুত এগিয়ে আসছে। তবে আমি নিশ্চিত যে খেলোয়াড়রা এই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটাই নেবে।' 


আইপিএলে খেলার ব্যাপারে বরাবরই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের অনুমতি দিয়ে আসছে সিএ। টুর্নামেন্টটিতে খেলা না খেলা ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করে তারা। তবে এবার এর ব্যতিক্রম দেখা যেতে পারে। মরণঘাতী করোনাভাইরাসের কারণে ক্রিকেটারদের ভারত সফরে বাঁধা দিতে পারে সিএ।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball