অস্ট্রেলিয়ার বিপক্ষে হৃদয়দের বড় সংগ্রহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল আসরের আগে প্রস্তুতি ম্যাচে আজ (১৩ জানুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ যুব দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে তিন হাফ সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ২৫০ রান করেছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি।
বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৪৩ ওভারে। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান এবং পারভেজ হোসেন ইমন। এই দুজনে যোগ করেছেন ৭০ রান। তানজিদ ৩২ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

ওয়ান ডাউন ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় আউট হয়েছেন ১৫ রান করে। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ওপেনার ইমন ৫২ রান করে মাঠ ছেড়েছেন চোট পেয়ে। এরপর একপ্রাত আগলে রেখে খেলেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়।
অধিনায়ক আকবর (১২) দ্রুত ফিরে গেলেও হৃদয়কে দারুণ সঙ্গ দেন শামীম হোসেন। হৃদয় ৫৩ রান করে আউট হলেও শামীম শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৯ রান করে। শেষ দিকে অভিষেক দাস আউট হয়েছেন ১১ রান করে।
কোনো রান না করেই অপরাজিত থাকেন তানজিম হাসান সাকিব। অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু উইলান্স, কোরি ক্যালি এবং লিয়াম স্কট নিয়েছেন ১টি করে উইকেট। দুটি উইকেট পেয়েছেন টড মার্ফি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২৫০/৬ (৪৩ ওভার) (ইমন ৫২, হৃদয় ৫৩, শামীম ৫৯*)