দিনের সেরাঃ দাসুন শানাকা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগের দিন (১০ ডিসেম্বর) দাসুন শানাকাকে অধিনায়ক করে সবাইকে চমকে দিয়েছিল কুমিল্লা ওয়ারিয়র্স। সাব্বির রহমান-সৌম্য সরকারদের মতো জাতীয় দলের তারকা থাকার পরও শানাকাকে অধিনায়কত্ব দিয়ে সমালোচিত হয়েছিল দলটি।
বিপিএলের প্রথম দিনই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন শানাকা। জবাব দিয়েছেন তাঁকে ঘিরে সব সমালোচনার। বুঝিয়ে দিয়েছেন দলকে জেতানোর জন্যই এসেছেন তিনি। রংপুরের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শানাকা। যদিও তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি উপরের সারির ব্যাটসম্যানরা।

কুমিল্লা ৮৫ রানে ৪ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন শানাকা। উইকেটে এসেই সাব্বিরকে ১৯ রানে ফিরে যেতে দেখেছেন। এরপর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শানাকা। ইনিংসের শুরু দেখে শুনে খেললেও পরে হাত খুলে খে??ে রংপুরের বোলারদের তুলোধোনা করেছেন তিনি।
তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। তবে একপ্রান্ত আগলে রেখে মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান। কুমিল্লার ইনিংসে মুস্তাফিজুর রহমানের ১৮তম ওভারে শানাকা তুলে নেন ২৪ রান। এর মধ্যে টানা চার বলে মুস্তাফিজের বল আছড়ে ফেলেন সীমানার বাইরে।
তাঁর ৩১ বলে ঝড়ো ৭৫ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লা সংগ্রহ করে ১৭৩ রান। ৭৫ রানের মধ্যে শেষ ৩ ওভারেই শানাকা তুলেছেন ৬০ রান। যা এক কথায় অবিশ্বাস্য। লঙ্কান এই ডানহাতি ব্যাটসম্যানের ৩১ বলের ইনিংস ৯টি ছক্কা এবং ৩টি চারে সাজানো ছিল। এমন দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি।