promotional_ad

বঙ্গবন্ধুকে নিয়ে বিপিএল উদ্বোধনীতে বিশেষ আয়োজন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

২০১৫ সালে শেষবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন আসর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু বিপিএল নামে আয়োজন করা হচ্ছে এবারের বিপিএল।  


৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসিডেন্ট বক্সের সামনে বানানো হয়েছে প্রধানমন্ত্রীর জন্য আলাদা মঞ্চ। এ ছাড়া মিরপুরে বসানো হয়েছে ৯টি জায়ান্ট স্ক্রিন। 


সেখানে সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার মাধ্যমে উদ্বোধন করা হবে এবারের বিপিএলের। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল শনিবার সাংবাদিকদের এসব তথ্য দেন। 



promotional_ad

শেখ সোহেল বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজন বলে পেছনের দিকে অনেক এলইডি স্ক্রিন বসিয়েছি। যেখানে মুজিব শতবার্ষিকীর প্রতিচ্ছবি ফুটিতে তোলা হবে, এটা দিয়েই উদ্বোধন করব। বঙ্গবন্ধুর ওপর অনেক শর্ট ফিল্ম আছে ওইগুলো দেখানো হবে।’  


এ ছাড়া অনুষ্ঠানকে বিশেষ করে তুলতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি গান ভারতের সঙ্গীতশিল্পী সনু নিগমকে পাঠানো হয়েছে বলে জানান শেখ সোহেল। বিশেষ এই গান দিয়ে সনু নিগম তার সঙ্গীত পরিবেশনা শুরু করবেন।


‘সব সংশয় কাটিয়ে আমরা আজ শেষ পর্যায়ে চলে এসেছি। এতে আল্লাহর কাছে শুকরিয়া। আমি সনু নিগমকে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গান পাঠিয়েছি, সে আমাকে জানিয়েছে এটা দিয়েই প্রথম শুরু করবে। এবার আসলে দর্শকরা আলাদা একটা ফিলিং পাবে।’ যোগ করেন শেখ সোহেল।



উদ্বোধনী অনুষ্ঠানের কাজ পর্যবেক্ষণ করতে শনিবার বিকেল পাঁচটা নাগাদ মিরপুরের মাঠ পরিদর্শনে এসেছিলেন বিসিবি সভপতি নাজমুল হাসান পাপন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকসহ অনেকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball