promotional_ad

বোতল দিয়ে মুস্তাফিজের অভিনব অনুশীলন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাম্প্রতিক সময়ে নিজেকে মেলে ধরতে পারছেন না মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড বিশ্বকাপের পর যেন বোলিংয়ের সব ধার খুইয়ে বসেছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার। যে কারণে আসন্ন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্বরূপে ফিরতে মরিয়া হয়ে আছেন গেল বিপিএলে ১২ উইকেট নেয়া এই পেসার।


নিজেকে চেনা রূপে ফিরিয়ে আনতে শনিবার বোতলের সাহায্যে অভিনব অনুশীলন করেছেন মুস্তাফিজ। এদিন স্টাম্পের আগে বোতল রেখে মুস্তাফিজকে প্রায় ৩০ মিনিটের ওপর ইয়র্কার অনুশীলন করতে দেখা যায়। বোলিংয়ের সময় বেশ কয়েকবার বোতলে আঘাত হানতে সক্ষম হন বাঁহাতি এই পেসার। 



promotional_ad

মুস্তাফিজের সঙ্গে ছিলেন রংপুরের আরেক পেসার তাসকিন আহমেদও। দুজনই দলটির বোলিং ও সহকারী কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গে আলাপ আলোচনা করে বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন।


বোলিংয়ে ধার ফেরাতে গতি দিয়ে বোলিং করছেন মুস্তাফিজ। একাডেমি মাঠে অনুশীলন করার সময় বেশ কয়েকবার স্টাম্প ভাঙেন এই পেসার। এমনকি অনুশীলন ছেড়ে ওঠার আগে শেষ বলেও স্টাম্প উড়িয়ে দেন মুস্তাফিজ।


বঙ্গবন্ধু বিপিএল দিয়ে মুস্তাফিজের ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী মিজানুর রহমান বাবুল। এবারের বিপিএলে পুরনো মুস্তাফিজকে দেখা যাবে বলে বিশ্বাস তাঁর।



গেল বিপিএলে রাজশাহী কিংসের জার্সিতে ১২ উইকেট নেন মুস্তাফিজ। সেবার রাজশাহীর দায়িত্বে ছিলেন মিজানুর রহমান। সেই সুবাদে মুস্তাফিজকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। যে কারণে এবারের আসরে রংপুরে মুস্তাফিজকে নিয়ে আশাবাদী তিনি।
 
ক্রিকফ্রেঞ্জিকে মিজানুর রহমান বলেন, ‘মুস্তাফিজ আগের বিপিএলে যেমন পারফর্ম করেছে, এবারও একই রকম পারফর্ম করবে। সে যখন বোলিং করে মজা পাবে, ছন্দে এমনিতেই ফিরবে।’


গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে মুস্তাফিজকে দলে ভেড়ায় রংপুর রেঞ্জার্স। দলে বাঁহাতি এই পেসার সঙ্গী হিসেবে পাচ্ছেন তরুণ নাইম শেখ ছাড়াও তাসকিন আহমেদ এবং মোহাম্মদ নবিদের মতো অভিজ্ঞ বোলারদের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball