কোথায় পাওয়া যাবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
৮ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ৮ হাজার টিকেট বরাদ্দ দেয়া হয়েছে। যার মধ্যে ৫ হাজার টিকেট রাখা হয়েছে সর্বসাধারণের জন্য। টিকেটের সর্বনিন্ম মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

সর্বোচ্চ মূল্য ১০ হাজার টাকা। দেশি-বিদেশি শিল্পীর অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট বিক্রি করা হবে ৫, ৬ ও ৭ ডিসেম্বর।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম, হোটেল ওয়েস্টিন, ফাহিম মিউজিক এবং ক্যাফে ইডেনে টিকেট পাওয়া যাবে। এ ছাড়া অনলাইনে সহজ ডটকম, পে পয়েন্ট ডটকম এবং গ্যাজেট বাংলা ডটকমে পাওয়া যাবে উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট।
উদ্বোধনী অনুষ্ঠানে দুই বলিউড সুপার স্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে মঞ্চ মাত করতে থাকছেন বলিউডের দুই সঙ্গীত তারকা সনু নিগাম ও কৈলাশ খের। দর্শক মাতাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ড তারকা জেমস। এ ছাড়া থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ।
উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তি হবে ৬ ঘণ্টা। বিকেল ৪টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শকদের জন্য বিকেল ৩টায় গেট খুলে দেওয়া হবে। গেট বন্ধ হবে সাড়ে ৫টায়। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।