বিপিএল ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মূল তারিখ পরিবর্তনের কোনো চিন্তা আপাতত নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ১২ নভেম্বর বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে।
বিভিন্ন সময়ে বলা বিপিএল সংশ্লিষ্টদের কথাবার্তায় মনে হয়েছিল, ১০-১৫ দিন পিছিয়ে যেতে পারে এবারের বিপিএল। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে বোর্ড সভাপতি বললেন, সময় মতই বিপিএল আয়োজন করতে চান তারা। অবশ্য দুই-একদিন যে দেরি হতে পারে, সেটাও জানিয়ে রেখেছেন তিনি।

বৃহস্পতিবার নাজমুল হাসান বলেছেন, ‘আমাদের মূল তারিখ পরিবর্তনের কোনো চিন্তাধারা নেই এখন পর্যন্ত। এক???া ব্যাপারই আছে যে উদ্বোধনী অনুষ্ঠান। এবার যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে যাচ্ছি, সেই কারণে দুই-একদিন এদিক সেদিক হতে পারে, তবে এটা এখনও নিশ্চিত না।’
‘আমরা চেষ্টা করব ঠিক সময়ই করতে, বড়জোর দুই-এক দিন দেরিও হতে পারে। সেটা আমরা এখনই বলছি না। আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি ৬ তারিখ শুরু করার জন্য। ড্রাফটের তারিখ আমরা আপাতত ঠিক করেছি ১২ নভেম্বর। ভারতে টি-টোয়েন্টি খেলা আছে। সেটা শেষ করে ১২ তারিখ নাগাদ আমরা একটি সময় ঠিক করেছি যে তখন প্লেয়ার ড্রাফট হবে।’
আসন্ন বিপিএলে অংশ নিতে ইতোমধ্যে ৩৯৩ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছেন। সঙ্গে ৩৮ জন বিদেশি কোচ আগ্রহ দেখিয়েছেন এই টুর্নামেন্টে কোচিং করানোর জন্য। পাপন বলেন, 'বিপিএলে ৩৯৩ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। আমরা যে সকল খেলোয়াড় সাধারণত আমাদের বিপিএলে দেখে থাকি, তারা প্রায় সকলেই নিবন্ধিত হয়েছে। এ ছাড়া ৩৮ জন বিদেশি কোচ আবেদন করেছেন।’