অধিনায়কত্ব করা উচিত হয়নি কোহলির!
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গেল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব করা উচিত হয়নি ভিরাট কোহলির, মনে করছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।
অধিনায়কত্ব না করে আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতে পারতেন কোহলি, এমনটাও বিশ্বাস মরিসনের।

'ভিরাটকে তাঁর আইপিএল অধিনায়কত্ব থেকে বিশ্রামে রাখতে পারলেই ভালো হতো। সে তাহলে শুধু তাঁর ব্যাটিং নিয়ে ভাবত, নিজেকে সময় দিতে পারতো।
'আপনি যখন সব জায়গায় অধিনায়কত্ব করবেন, তখন আপনি অনেক চাপে থাকবেন।'; জানিয়েছেন সাবেক কিউই এই ক্রিকেটার।
উল্লেখ্য, এবারের আইপিএলে অধিনায়ক হিসেবেও সফল ছিলেন না কোহলি। আসরের শুরুতেই টানা ছয়টি ম্যাচ হেরেছে তাঁর দল। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আসর শেষ করেছে ব্যাঙ্গালুরু।
আইপিএলের অন্যান্য ধারাভাষ্যকাররাও কোহলির ব্যাপারে মরিসনের এই মন্তব্যের সঙ্গে একমত, দাবী করছেন মরিসন। তিনি আরও জানান,
'এটা শুধু আমিই বলছি না, অন্যান্য সাবেক ক্রিকেটার যারা আইপিএল খুব কাছ থেকে দেখেছে বা যারা আমার সহকর্মী- তাঁরাও এই ব্যাপারে আমার সাথে একমত।'