না থেকেও ছিলেন ওয়ার্নার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিষেধাজ্ঞার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে খেলা হয়নি ডেভিড ওয়ার্নারের। গত আসরে দলে না থাকলেও, দলকে সবসময় সমর্থন যুগিয়েছেন ওয়ার্নার। এমনটাই জানিয়েছেন দলটির অলরাউন্ডার ইউসুফ পাঠান।
দলে না থেকেও ভালো পারফর্মেন্স করলে ওয়ার্নারের বাহবা পেয়েছেন অনেকেই। সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইউসুফ। এবার ওয়ার্নার সাথে থাকায় দারুণ আনন্দিত তিনি।

'গত বছর না খেললেও ওয়ার্নার ওয়ার্টসএপ গ্রুপ ছেড়ে যায়নি। সে দলে না থেকেও ছিল। আমরা হেরেছি, আমরা জিতেছি, সে সবসময় দলের পাশে ছিল। সে সবসময় দলের পারফর্মেন্স নিয়ে আলোচনা করেছে এবং কেউ ভালো করলে প্রশংসা করেছে।'
ওয়ার্নার ফিরলেও হায়দ্রাবাদ দলের অধিনায়কত্ব পাচ্ছেন না তিনি। দলের নেতৃত্ব ভার থাকছে কেন উইলিয়ামসনের কাঁধেই। গত আসরে তাঁর নেতৃত্বেই রানার্সআপ হয়েছিল দলটি। ফলে তাঁর উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট।
তবে, ইনজুরির কারণে আইপিএলে হায়দ্রাবাদের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই তিনি ফিরতে পারবেন বলে বিশ্বাস উইলিয়ামসনের।
'প্রথম ম্যাচ নিয়ে আমি সন্দিহান। কিন্তু আমাদের প্রথম ও দ্বিতীয় ম্যাচের মধ্যে লম্বা বিরতি রয়েছে। আমার ইনজুরি থেকে সেরে উঠার জন্য পর্যাপ্ত সময় রয়েছে।'