ম্যাককালামের ১৫৮ বদলে দিয়েছে রাহুলকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রথম আসরের প্রথম ম্যাচে চোখ ধাঁধানো শটে সাজানো ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে টুর্নামেন্টের উপস্থিতি জানান দিয়েছিলেন কিউই কিংবদন্তী ব্রেন্ডন ম্যাককালাম।
ম্যাককালামের ইনিংসটি ১৬ বছর বয়সী কেএল রাহুলের ব্যাটিং দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। রাহুল ইনিংস জুড়ে ম্যাককালামের খেলা অবিশ্বাস্য শট গুলোর অনুশীলন শুরু করেন সেই ১৬ বছর বয়স থেকেই।

তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা এলিট ক্রিকেটারদের মধ্যে জায়গা করে নেয়া রাহুল সম্প্রতি বলেছেন,
'আমি স্টেডিয়ামে ছিলাম সেদিন। আমি তখন ১৬ বছর বয়সী বালক। ব্রেন্ডন ম্যাককালাম ১৫৮ রান করেছিল সেদিন। আমি এমন ব্যাটিং এর আগে কখনো দেখি নি। এরপর থেকেই আইপিএলের পাগলামি, টি-টুয়েন্টির পাগলামি শুরু হয়।
'আমাদের মত তরুণদের জন্য এটা ছিল অবিশ্বাস্য। এরপর থেকেই আমি ছয় হাঁকানোর অনুশীলন শুরু করি। রিভার্স সুইপ, স্কুপ, এইসব শট অনুশীলন শুরু করি। এর আগে আমি একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান ছিলাম।'
২৬ বছর বয়সী কেএল রাহুল দেশের হয়ে এখন পর্যন্ত ৩৪ টেস্ট, ১৪ ওয়ানডে ও ২৭ টি-টুয়েন্টি খেলেছেন। টেস্টে দুটি, ওয়ানডেতে একটি ও টি-টুয়েন্টিতে দুটি সেঞ্চুরির মালিক এই তরুণ ক্রিকেটার।