ওয়ার্নারের দ্বিতীয় বাড়ি হায়দ্রাবাদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে ভারতে পা রেখেছে অজি তারকা ডেভিড ওয়ার্নার। ভারতে পা দিয়েই নিজ দল সানরাইজার্স হায়দ্রাবাদের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ওয়ার্নার।


আবারও হায়দ্রাবাদের হয়ে ফিরতে পেরে দারুণ আনন্দিত তিনি। হায়দ্রাবাদকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন এই মারকুটে ব্যাটসম্যান। দলটির হয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে উন্মুখ ওয়ার্নার।


promotional_ad

'আমি ফিরতে পেরে দারুণ আনন্দিত। স্পষ্টতই হায়দ্রাবাদ আমার দ্বিতীয় বাড়ি। আমি এখানে খেলতে এবং নিজেদের সেরাটা দিতে দারুণ উত্তেজিত। আশা করছি কিছু রান করতে পারব এবং সামনে পদক্ষেপ নিতে পারব।'


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য গত কয়েক মাস কঠোর অনুশীলন করেছেন তিনি। ওয়ার্নার জানিয়েছেন তিনি আইপিএলে খেলার জন্য প্রস্তুত। এই টুর্নামেন্টে মাঠে নামার জন্য তর সইছে না তাঁর।


'গত কয়েক মাস আমি অনেক পরিশ্রম করেছি এবং অনুশীলন করেছি, কোনো অনুশীলনের আগে আমি যেভাবে প্রস্তুতি নেই সেভাবেই। শ্রীঘ্রই আইপিএল শুরু হচ্ছে। আমি প্রস্তুত আছি এবং আমার খেলার তর সইছে না।'


ওয়ার্নারের দুর্দান্ত অধিনায়কত্ব ও দলীয় পারফর্মেন্সের সুবাদে ২০১৬ সালে আইপিএলের শিরোপা ঘরে তুলেছিল হায়দ্রাবাদ। এবারও দলটির লক্ষ্য শিরোপা। গত আসরে কেন উইলিয়ামসনের নেতৃত্বে ফাইনালে পৌঁছালেও শিরোপা বঞ্চিত হয়েছিল দলটি। এবার নতুন করে শুরু করার লক্ষ্যের কথা জানিয়েছেন ওয়ার্নার।


'আমরা ২০১৬ সালে শিরোপা জিতেছিলাম। তাই আমাদের সেরাটা দিতে হবে এবং চেষ্টা করতে হবে শিরোপা জেতার। গত বছরও আমরা দারুণ পারফর্ম করেছি। কেন (উইলিয়ামসন) ও ছেলেরা দারুণ খেলেছে। কিন্তু শেষটা ভালো হয়নি। অবশ্যই এবার আমরা নতুন করে শুরু করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball