এবারের আইপিএলে ভারতীয়রা লাভবানঃ কার্স্টেন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে বিশ্বকাপের প্রস্তুতি সারতে পারবে ভারত, মনে করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হেড কোচ গ্যারি কার্স্টেন। চাপ সামলানোর আসর হিসেবে সুখ্যাতি আছে আইপিএলের।
আর তাই বিশ্বকাপের আগে এমন এক মঞ্চ কাজে লাগবে ভারতীয় ক্রিকেটারদের, এমনটাই বিশ্বাস ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ কার্স্টেনের।

আইপিএলের পরেই বিশ্বকাপ শুরু হওয়ায় অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলো তাঁদের ক্রিকেটারদের আইপিএলে পাঠাতে সংকোচ করছে। বিষয়টিকেও স্বাভাবিকভাবেই দেখছেন কার্স্টেন। তাঁর ভাষায়,
'আমরা এই আসরকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছি না। আমরা জানি অন্যান্য জাতীয় দল তাঁদের ক্রিকেটারদের এবারের আইপিএল থেকে দূরে রাখতে চায়। আমাদের এটা মেনে নিতে হবে।
'এখানে আমাদের করার কিছুই নেই। তবে আমরা আমাদের সব ক্রিকেটারের শতভাগ প্রচেষ্টা বের করে আনবো। এটাতে অবশ্য ভারতীয় ক্রিকেটারদের লাভই হবে। কেননা এটা চাপের আসর। বিশ্বকাপের প্রস্তুতি ভালো হবে আইপিএলে।'