লাহোরের সব ম্যাচ করাচিতে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক উত্তেজনাের কারণে লাহোরে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তিনটি ম্যাচ করাচিতে স্থানান্তরিত করা হয়েছে।
পিএসএলের এবারের আসরের শেষ আটটি ম্যাচ আয়োজনের কথা ছিল পাকিস্তানের মাটিতে। এর মধ্যে ৩টি লাহোর ও বাকি ম্যাচগুলো করাচিতে আয়োজনের জন্য সূচি নির্ধারণ করেছিল পিসিবি।

তবে, দুই দেশের রাজনৈতিক উত্তেজনায় লাহোরের ম্যাচগুলো করাচিতে স্থানান্তরিত করতে বাধ্য হয়েছে পিএসএল কতৃপক্ষ। ভারত ও পাকিস্তানের এই রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানের বেশিরভাগ বিমানবন্দর বন্ধ রয়েছে।
গত চারদিনে অন্তত ৪০০ ফ্লাইট প্রভাবিত হয়েছে। ভারতের দক্ষিণ সীমান্তবর্তী এলাকা লাহোরে প্রাথমিক ভাবে সব ফ্লাইট স্থগিত ছিল। রবিবার থেকে তারা স্বাভাবিক হতে শুরু করেছে। আগামী ৮ মার্চ স্থানীয় সময় দুপুর ১২টায় মধ্যে সব ধরণের বিমান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, রোববার আনুষ্ঠানিক এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জনিয়েছেন, পিএসএলের ম্যাচ স্থানান্তরিত করা কঠিন সিদ্ধন্ত ছিল তাদের জন্য।
‘এটা আমাদের জন্য খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমরা অংশগ্রহণকারী দল এবং আমাদের সকল স্পন্সরদের সঙ্গে কথা বলেই লাহোরের ম্যাচগুলো করাচিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান অবস্থাটা বোঝার জন্য সকল ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাতে চাই।’
যারা লাহোরের ম্যাচের টিকেট কিনেছিলেন, তাদের টিকেটের মূল্য ফেরত দেয়ার নিশ্চয়তা দিয়েছে পিসিবি। আগামী ৯ মার্চ থেকে পাকিস্তানে অনুষ্ঠিত হবে পিএসএলের শেষ পর্বের ম্যাচগুলো। আগামী ১৭ই মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট