ফাইনাল খেলতে পারাও অর্জনঃ সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৭ রানের ব্যবধানে হেরে বিপিএলের শিরোপা খুইয়েছে ঢাকা ডায়নামাইটস। দলটির অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন ফাইনাল খেলতে পারাটাও বড় অর্জন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন ফাইনাল জিততে পারলে অর্জনটা আরও বড় মনে হতো। তবে বিপিএলের ৭টি দলের মধ্যে শেষ দুই দলের মধ্যে থাকতে পারে আনন্দিত তিনি।
'শিরোপা জিততে পারলে অর্জনটা বড় মনে হতো। ফাইনাল খেলতে পারাও একটা অর্জন। এরকম টুর্নামেন্ট বা সিরিজ যখন হয়, শেষ পর্যন্ত যাওয়া তো অবশ্যই একটা অর্জন। কারণ ৭টা দলের মধ্যে দুইটি দলই ফাইনাল খেলতে পেরেছে।'

সারা বিশ্বের টি-টুয়েন্টি লিগগুলোতে পরিচিত মুখ সাকিব। আইপিএল থেকে শুরু করে, বিগব্যাশ, সিপিএল খেলেছেন তিনি। আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে ১২টি টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন সাকিব।
এই অলরাউন্ডার মনে করেন ফাইনাল খেলার অভিজ্ঞতাটাই সবকিছু না। পরেরবার ফাইনাল খেললে নিজেদের ভুলগুলো শুধরে শিরোপা ছুঁয়ে দেখার সংকল্প করছেন ঢাকা ডায়নামাইটস দলপতি।
'শেষ তিনটা এখানে খেললাম। আইপিএলে খেলেছি তিনটা। সিপিএলে খেলেছি। ভালো একটা অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটাই সব না। যত সম্ভব শেষের ম্যাচগুলো জেতা সম্ভব ততটাই ভালো। চেষ্টা থাকবে পরেরবার যে যে জায়গায় উন্নতি প্রয়োজন, সেখানে উন্নত??? করে যেন ম্যাচটা জিততে পারি।'
এবার টানা তৃতীয়বারের মতো বিপিএলের ফাইনাল খেলেছেন সাকিব। এর আগে আরও একবার ফাইনালে খেলেছেন তিনি এই টুর্নামেন্টের। তাছাড়া, ৩বার আইপিএলের ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
সিপিএল, অ্যাম্পার ভিক্টোরি কাপ, এশিয়া কাপ টি-টুয়েন্টি, জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টি, নিদাহাস ট্রফির ফাইনালও খেলেছেন একবার করে।