promotional_ad

ওই আতশবাজি তামিমের জন্যই

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


তামিম ইকবাল মাঠে নামার আগে জমকালো আতশবাজির ফুটানো হয়েছিল। ২-৩ মিনিটের আতশবাজির খেলা ছিল চোখ আটকে রাখার মতন। তামিম আতশবাজির খেলার মধ্যেই মাঠে নেমেছিলেন। তামিম যখন নামেন তখন নামের পাশে অপরাজিত ১৪১ রান। 


ইনিংস শেষে আবার ২-৩ মিনিটের আতশবাজির খেলা। দুই আতশবাজির মাঝে ২০ ওভারের খেলা হল, কুমিল্লার তিন উইকেটের পতন ঘটল, স্কোরবোর্ডে ১৯৯ রান উঠল। সবকিছু ছাপিয়ে একজন তামিম খেললেন বিপিএল ইতিহাসের অন্যতম সেরা ইনিংসটি। বলা যায়, আতশবাজি ঝলকানি শুধুই তামিমের জন্য ছিল। 


৬১ বলে ১৪১ রানের ইনিংসটি তামিমের ক্যারিয়ারের সেরা টি-টুয়েন্টি ইনিংস। বিপিএলে দেশিদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড, বিপিএল ফাইনালে দ্বিতীয় সেঞ্চুরি, এক ইনিংসে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়ে সম্ভাব্য সব বক্সে নিজের নাম রেখে গেলেন তিনি। 



promotional_ad

সাকিব আল হাসান, রুবেল হোসেন, আন্দ্রে রাসেল, সুনিল নারিনদের মত বোলারদের বিপক্ষে তামিম দেখিয়েছেন নিজের দিনে প্রতিপক্ষ বোলিং আক্রমণকে দুমড়ে মুচড়ে ফেলার সামর্থ্য। ১০ চার ও ১১ ছক্কায় কাঁপিয়েছেন দর্শকে টইটুম্বুর মিরপুরের বিশাল গ্যালারী গুলো। 


তামিম... তামিম... নামের ধ্বনি হয়তো মিরপুরের আশপাশে ছড়িয়ে পড়ছিল তরঙ্গের মতন। কিসের ঢাকা, কিসের কুমিল্লা, দুই দলের সমর্থকরা ফ্রেঞ্চাইজি ক্রিকেটের দ্বৈরথ ভুলে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম খুঁটির ব্যাটিং মাস্টারক্লাসকে বাহবা দিয়েছে।


এক ইনিংস দিয়েই আবার এবারের বিপিএলের সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ দুইয়ে (৪৬৭ রান) জায়গা পাকা করে নিয়েছেন তামিম। অথচ দুইদিন আগেই এবারের বিপিএলকে সফল বলতে দ্বিধাবোধ কাজ করছিল খোদ তামিমের।


এবারের বিপিএলের মাঝপথে এসে পর পর দুই ম্যাচে শুন্য রানে আউট হয়ে প্রচণ্ড মানসিক চাপে পড়েছিলেন তিনি। সেখান থেকে ৭৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলে রানে ফিরেছিলেন তিনি। এরপর প্রতিটি ম্যাচেই কম বেশি রানের মধ্যে ছিলেন তিনি।



রংপুরের বিপক্ষে পর পর দুই ম্যাচ  ০ ও ১৭ রানে আউট হওয়া তামিম অপেক্ষায় ছিলেন বড় রানের। তবে বড় রানের দীর্ঘ মাপা ছিল না তাঁর। বলা যায়, ফাইনাল ম্যাচের জন্যই জমা রেখেছিলেন বিশেষ ইনিংসটি। 


'আমি খুব খারাপ করেনি এবারের বিপিএলে। তিনবার শুন্য রানে আউট হওয়া?? পরও খারাপ বলা যাবে না। তবে আমার প্রত্যাশা অনুযায়ী আমার আরও ভালো করার উচিত ছিল। আমার টুর্নামেন্টের এই পর্যায়ে এসে কমপক্ষে ৪০০ রান করা দরকার ছিল। আমি ভালো শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেনি,' ফাইনালের আগের দিন বলেছেন তামিম।


ম্যাচের প্রেক্ষাপটে বলতে গেলে, কুমিল্লার স্কোরের প্রায় ৭১ শতাংশ রান এসেছে তামিমের ব্যাট থেকে। ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, কেন উইলিয়ামসন, অ্যারন ফিঞ্চরা ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে এমন কীর্তি গড়তে হয়েছেন। এক ইনিংসে বহু কীর্তি গড়ে রাখা তামিমের ১৪১ রানের ইনিংসটি ইতিহাসের পাতায় জ্বলজ্বল বলবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball