ব্যাটসম্যানদের পরিকল্পনায় ঘাটতি দেখছেন মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার বিপক্ষে ৮ উইকেটের ব্যবধানে হেরে ফাইনালের অপেক্ষা বেড়েছে রংপুর রাইডার্সের। এই ম্যাচে পরিকল্পত ব্যাটিং করতে ব্য??্থ হয়েছে রংপুর।
এমনটাই মনে করেন রংপুর দলপতি মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে, কুমিল্লা তাদের পরিকল্পনা কাজে লাগিয়ে সাফল্য পেয়েছে। তাই ম্যাচ শেষে কুমিল্লার ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়েছেন তিনি।

'যখন প্রতিপক্ষ কিছু করে সাফল্য পাবে অবশ্যই তাদের কৃতিত্ব। তারা যেটা পরিকল্পনা করেছে, সেটায় তারা সফল হয়েছে। একই ভাবে বলব আমাদের ব্যাটিং পরিকল্পনার কথা। পরিকল্পনা থাকলে অনেক কিছু হয়। ব্যাটিংয়ের পরিকল্পনাটা একটু শক্ত করা দরকার। আশা করছি এটা সামনের ম্যাচে কাজ করবে।'
পাওয়ার প্লের ৬ ওভার শেষে রংপুরের সংগ্রহ ছিল ১ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান। মাশরাফি মনে করেন পাওয়ার প্লে'তে রংপুর ১৫-২০ রান কম করেছে। আর তাতেই পিছিয়ে গেছে তাঁর দল।
'১৫ বা ২০ রান বেশি হওয়া উচিত ছিল। প্রথম ৬ ওভারে আমরা অনেক সময় নিয়েছি। ৬ ওভারে আমাদের উইকেট পড়েনি। ৬ ওভারের শেষ বলে মিথুন রান আউট হয়েছে। আমরা ওইসময় পিছিয়ে গিয়েছি। প্রথম ৬ ওভারে ৩৪ রান। এই ফরম্যাটে খুব কষ্টকর।'
সব দলই চেষ্টা করে পাওয়ার প্লে'তে সর্বোচ্চ রানটা নিতে। সেই পরিকল্পনা কাজে লাগাতে পারেনি রংপুর। অবশ্য রাইলি রুশো ও বেনি হাওয়েলের দারুণ এক জুটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছিল রংপুর। তবে সেটাকে পর্যাপ্ত মনে করেন না মাশরাফি।
'সবাই চেষ্টা করে প্রথম ৬ ওভারে সর্বোচ্চ রানটা নেয়ার। সেখানে আমরা ১০-১৫ রানে পিছিয়ে গেছি। ম্যাচের শেষে রুশো এবং হাওয়েল যেভাবে ব্যাটিং করেছে তাতে আমরা লড়াইয়ের পুঁজি পেয়েছিলাম। রাতে তো উইকেট আরও ভালো হয়। তাই আরও ১৫-২০ রান হলে ভালো হতো।'