২০০ তাড়া করার সামর্থ্য ছিল কুমিল্লার!

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
মিরপুরের উইকেটে ১৬৬ রান বড় সংগ্রহই বলা চলে। সেই লক্ষ্য তাড়া করে হেসেখেলে জয় পেয়েছে কুমিল্লা। এভিন লুইসের দারুণ এক অর্ধশতকে রংপুরকে তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
লুইসের ব্যাটিং দেখে মনে হতেই পারে লক্ষ্যটা ছোটো হয়ে গিয়েছে কুমিল্লার জন্য। ম্যাচ শেষে কুমিল্লা দলপতি ইমরুল কায়েস জানিয়েছেন, ১৯০-২০০ রান তাড়া করার সামর্থ্য ছিল তাঁর দলের।

'এটি আমাদের জন্য বিরাট একটি জয়। শুরুতে বোলাররা ভালো করেছে এবং এরপর ব্যাটসম্যানরা তাদের কাজটা করেছে। আমরা ১৯০ অথবা ২০০ তাড়া করতে পারতাম।'
গেইল-রুশো রান পেয়েছেন তারপরও রংপুরের সংগ্রহ নাগালের বাইরে যেতে দেননি কুমিল্লার বোলাররা। গেইল ফিরেছেন ৪৬ রান করে মেহেদীর শিকার হয়ে। ৪৪ রান করা রুশোকে সময় মতো ফিরিয়েছেন সাইফুদ্দিন।
অবশ্য বেনি হাওয়েল শেষ পর্যন্ত ৫৩ রানে অপরাজিত থাকলেও আর কেউ দাঁড়াতে না পারলে রংপুরের সংগ্রহ থামে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানে। ম্যাচ শেষে বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন ইমরুল।
শুক্রবারের ফাইনালের আগে তিনদিন সময় আছে কুমিল্লার সামনে। এরই মধ্যে নিজেদের আরও সতেজ করে নিতে চান কুমিল্লা দলপতি। 'বোলাররা সত্যিই ভালো করেছে। আমাদের হাতে তিনদিন আছে, সতেজ ভাবে ফাইনালে ফিরে আসার জন্য।'