promotional_ad

ব্যস্ত সূচি নিউজিল্যান্ডে আত্মবিশ্বাস বাড়াবে মুশফিকের

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||  


ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এলিমিনেটরে হেরে বিপিএল মিশন সমাপ্তি হয়েছে মুশফিকুর রহীমের দল চিটাগং ভাইকিংসের। বিপিএল শেষ হলেও খুব বেশি সময় অবসর পাচ্ছেন না মুশফিক। কারণ কদিন পরেই ছুটতে হবে নিউজিল্যান্ড সফরে।


হাতে সময় আছে কেবল এক সপ্তাহ। আসন্ন এই সিরিজের আগে টানা খেলার মধ্যে থাকায় দারুণ আনন্দিত মুশফিক। তিনি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন ম্যাচের মধ্যে থাকলে আত্মবিশ্বাস বাড়ে।


'একটা সপ্তাহ যদি ব্রেক পাওয়া যায়, তাহলে মোটামুটি ভালো হয়। কিন্তু সাত দিন আছে। কাভার করতে হবে। কারণ আমরা পেশাদার ক্রিকেটার। ম্যাচের মধ্যে থাকলে আত্মবিশ্বাস ভালো থাকে। এর চেয়ে ভালো কোনো প্রস্তুতি হতে পারে না।'



promotional_ad

নিউজিল্যান্ডে সবশেষ তিন সফরের তিনবারই হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। শেষ সিরিজে অবশ্য দুটি ম্যাচে বেশ দারুণ পারফর্মেন্স করে জয়ের পথে ছিল টাইগাররা। কিন্তু শেষ রক্ষা হয়নি। এবার সেই খরা ঘুচাতে চান মুশফিক।


'আপনি নিশ্চয় খেয়াল করলে দেখবেন যে, আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু আমরা দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম, যা আমাদের জেতা উচিত ছিলো। কারণ নেলসনে যে ওয়ানডে বা ক্রাইস্টচার্চে যেটা ছিলো, আমরা যদি আরো একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো।'


২০১৬ সালের সফরে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৪২ রানের লক্ষ্যে ৬ উইকেটে ২৪২ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। তবে এরপর ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের ইনিংস গুটিয়ে যায় ২৬৪ রানে। ফলে ৭৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের।


দ্বিতীয় ম্যাচে আরও বেশি লড়াই জমিয়েছিল বাংলাদেশ দল। ২৫১ রানে কিউইদের আটকে রেখে ১ উইকেটে বাংলাদেশ করেছিল ১০৫ রান। সেখান থেকে ১৮৪ রানে অল আউট হয়ে টাইগাররা ম্যাচ হেরেছিল ৬৭ রানে।



এদিকে, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে খেলা বাংলাদেশ দলের জন্য আদর্শ প্রস্তুতি হবে বলে মনে করেন মুশফিক। সবশেষ নিউজিল্যান্ড সফরের মতো এবারও বড় রান হবে বলেই বিশ্বাস এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।


'আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সে দিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball