রুশো-হাওয়েলের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ রংপুরের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। ফলে জয়ের জন্য কুমিল্লার লক্ষ্য দাঁড়িয়েছে ১৬৬ রানের।
এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। তারা দলীয় ১৭ রানেই ওপেনার মেহেদী মারুফের উইকেট হারায়। এই হার্ডহিটার মাত্র ১ রান করে ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ দিয়েছেন সঞ্জিত সাহার হাতে।
ওপেনিংয়ে নামা গেইলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মিথুনও। তিনি মাত্র ৩ রান করে রান আউটের ফাঁদে পড়েছেন। একপ্রান্ত আগলে রাখা গেইল ৪৬ রান করে মেহেদী হাসানের শিকার হয়েছেন থিসারা পেরেরার হাতে ক্যাচ দিয়ে।
ব্যাট হাতে দাঁড়াতে পারননি বোপারাও। তিনি ৩ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সঞ্জিতের শিকার হয়েছেন। পঞ্চম উইকেটে দারুণ এক জুটি গড়ে দলের রান বাড়িয়েছেন রাইলি রুশো ও বেনি হাওয়েল।
তারা যোগ করেছেন ৭০ রান। রুশো ৪৪ রান করে সাইফুদ্দিনের বলে এনামুলের হাতে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। সঙ্গী ফিরে গেলেও হাওয়েল ২৮ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। নাহিদুল অপরাজিত ছিলেন ৬ রান করে।

সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রাইডার্সঃ ১৬৫/৫ (২০ ওভার)
(গেইল ৪৬, রুশো ৪৪, হাওয়েল ৫৩*; সঞ্জিত ১/১৪)
রংপুর রাইডার্স (একাদশ):
ক্রিস গেইল, মেহেদী মারুফ, রাইলি রুশো, মোহাম্মদ মথুন, রবি বোপারা, বেনি হাওয়েল, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স (একাদশ):
তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক, শামসুর রহমান, ইমরুল কায়েস, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সঞ্জিত সাহা, ওয়াহাব রিয়াজ।