শচীন-ব্র্যাডম্যানরাও চোট এড়াতে পারেননিঃ অশ্বিন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত বছর অস্ট্রেলিয়া সফরে পেশির চোটের কারণে তিন টেস্টে খেলতে পারেননি ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এর আগে ইংল্যান্ড সফরে একই চোটের কারণে এক ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিনি।
বিদেশ সফরে নিয়মিত এই ইনজুরির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডও তাঁর উপর সন্তুষ্ট না। অধিনায়ক ভিরাট কোহলি সরাসরি একথা জানিয়েছেন অশ্বিনকে। ইনজুরির কারণে সমালোচনার পর মুখ খুলেছেন অশ্বিন।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, শচীন টেন্ডুলকার- ডন ব্র্যাডম্যানরাও চোট এড়াতে পারেননি। তাই এটিকে স্বাভাবিক ভাবেই দেখার আহ্বান করেছেন তিনি।

'চোট নিয়ে কারো বিরুদ্ধে কিছু বলা যায় না। শচীন টেন্ডুলকারও চোট এড়াতে পারেননি। ডন ব্র্যাডম্যানও চোটে পড়েছিলেন। ভবিষ্যতেও ক্রিকেটাররা চোট পাবে। যখনই ফিটনেস টেস্ট দেই বা ইয়ো-ইয়ো টেস্ট দেই, আমি কিন্তু তালিকার উপরের দিকেই থাকি। নিজের সেরাটাই দেই সব সময়।'
ইনজুরি কাটিয়ে এখন ভারতের হয়ে খেলার জন্য তিনি তৈরি বলেই জানিয়েছেন অশ্বিন। বর্তমান সময়ে টেস্টের জন্যই শুধু বিবেচনা করা হয় অশ্বিনকে। তাই ঘরোয়া ক্রিকেটে আরও ম্যাচ খেলে নিজেকে তৈরি করে নিতে চান তিনি।
'আমি প্রায় ১০০ শতাংশ ফিটনেস পেয়ে গেছি। শেষ ম্যাচে প্রায় ৪০ ওভার বল করেছি। তবে এ ভাবেই এগিয়ে যেতে চাইছি। একটানা ম্যাচ খেলিনি। এখন যেহেতু আমি দেশের হয়ে একটা ফরম্যাটেই খেলছি, তাই ম্যাচে আরও খেলতে চাইছি। আরও ট্রেনিং করতে চাইছি।'
বিদেশ সফরে বারবার চোটে পড়ে হতাশ অশ্বিন নিজেও। হতাশা পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প দেখছেন না তিনি। তিনি নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করছেন।
'ভাল বল করার সময় টানা খেলে যাওয়ার দিকেই নজর থাকে। আমিও টানা খেলতে ভালবাসি। দুর্ভাগ্যের হল, বিদেশে যখনই ভাল বল করতে থাকি, তখনই পরপর চোট পাচ্ছি। এটা হতাশার। তবে এটাকে পিছনে ফেলে এগিয়ে চলতে হবে। আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি। প্রচেষ্টায় কোনও কমতি রাখছি না।'